X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জিততে চায়, মূল লক্ষ্য খেলায় ফেরা: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২১:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:০২

কাজী নাবিল আহমেদ                 -ছবি: বাংলা ট্রিবিউন এবার ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি চতুর্থবারের মতো নির্বাচিত হয়েই আসন্ন নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে। আগামী ১১ থেকে ১৯ নভেম্বরের মধ্যে প্রস্তাবিত দুটি ম্যাচেরই প্রতিপক্ষ নেপাল। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে ফুটবলকে আবারও মাঠে ফিরিয়ে আনাই প্রাথমিক লক্ষ্য। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আশা করছেন নভেম্বরেই মাঠে নামবে বাংলাদেশ দল।

বাফুফেতে চতুর্থবারের মতো নির্বাচিত এই সহ-সভাপতি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আশা করছি অনেকদিন পর মাঠে ফিরছে দল। নেপালের সঙ্গে মৌখিক কথা হয়েছে ওই ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার জন্য। সোমবার অফিসিয়াল চিঠির জন্য অপেক্ষা করছি আমরা।’ দুটি ম্যাচই হওয়ার কথা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার আর গাজীপুরে ক্যাম্প হবে না। পুরো দলকে স্টেডিয়ামের কাছের কোনও হোটেলে রেখে হবে অনুশীলন। ইংলিশ কোচ জেমি ডেও চলে আসবেন ঢাকায়। এরইমধ্যে কোচ হোয়াটসঅ্যাপের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন।

কাজী নাবিল বলেছেন ,‘আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে প্রস্তুতি শুরু হতে পারে। প্রাথমিকভাবে ৪০ জনের মতো খেলোয়াড় ডাকা হবে। শুরুতে কোভিড-১৯ পরীক্ষা হবে। এরপর অনুশীলন। দুটি দলই ঢাকায় থাকবে। তাদের এবার ঢাকার বাইরে রাখার সুযোগ নেই। ম্যাচ দুটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।’

দুটি ম্যাচেই বাংলাদেশ জিততে চায়। তবে কাজী নাবিলের মতে ফুটবলকে মাঠে ফেরানেই প্রাথমিক লক্ষ্য, ‘খেলাটা শুধুমাত্র জয় বা পরাজয়ের জন্য নয়। খেলার মধ্যে ফিরে আসাটা বড় বিষয়। খেলার ধারায় ফেরাটা মূল লক্ষ্য। আমাদের সমস্ত কর্মসূচি শুরু হবে এর মাধ্যমে। তবে আমরা জয়ের জন্য খেলবো। আসলে দুই দলই একই অবস্থার মধ্যে আছে। বর্তমান অবস্থার মধ্য দিয়েই খেলতে হবে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা