X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন বড় ক্লাবের ‘সমস্যা’ নিয়ে হকি ফেডারেশনের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৬:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:৫৬

তিন বড় ক্লাবের ‘সমস্যা’ নিয়ে হকি ফেডারেশনের সভা প্রিমিয়ার হকি লিগ সর্বশেষ টার্ফে গড়িয়েছিল দুই বছর আগে। এরপর থেকে অনিশ্চিত হয়ে পড়ে লিগ। এখন আগামী নভেম্বরেই প্রিমিয়ার হকি লিগ শুরু করতে চায় হকি ফেডারেশন। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন কর্মকর্তারা।

তবে লিগ শুরুর আগে তিন বড় ক্লাবের ‘সমস্যা’ সমাধান করতে না পারলে সেটি আলোর মুখ দেখবে না। সে জন্যই ফেডারেশনের নির্বাহী কমিটির সভা বসতে যাচ্ছে কাল মঙ্গলবার।

দুই বছর আগে মাঠে গোলযোগের কারণে মোহামেডান ও মেরিনার্সের একাধিক কর্মকর্তাদের শাস্তি পেতে হয়েছিল। এছাড়া লিগে না খেলার কারণে রেলিগেশনে নেমে যাওয়ার কথা পুরনো ঢাকার ক্লাব উষা ক্রীড়া চক্রের। এখন তিন ক্লাবই ভিন্ন ভিন্ন দাবি দাওয়া পেশ করেছে ফেডারেশনে। মোহামেডান-মেরিনার্স চাইছে তাদের কর্মকর্তাদের শাস্তি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। আর উষা চাইছে তাদের যেন প্রিমিয়ার লিগে আবারও খেলার সুযোগ করে দেওয়া হয়।

ফেডারেশন অবশ্য বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতেই দেখার চেষ্টা করছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তিনটি ক্লাব ভিন্ন ভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে। তাদের আবেদন নিয়ে সভায় আলোচনা হবে। আশা করছি, আমরা সুষ্ঠুভাবে সমাধান দিতে পারবো। যাতে করে ক্লাবগুলো লিগে খেলতে পারে।’

লিগ নিয়ে তার কথা, ‘দুটি ক্লাবের কর্মকর্তাদের শাস্তি প্রত্যাহার হলেই তারা লিগে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। উষাও লিগে খেলার আবেদন করে রেখেছে। সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো সমাধান হলেই তখন লিগ নিয়ে আমরা এক ধাপ এগোতে পারবো। এখন দেখা যাক, কী হয়।’

সভাতে বঙ্গবন্ধু জুনিয়র হকিসহ অন্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না