X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে ডিপাইকে চান বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:০৯

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান এখনও তাকিয়ে মেম্মিস ডিপাইয়ের দিকে গ্রীষ্মের দলবদলে ‍চুক্তি হয়ে যাওয়ার খবরই মিলেছিল ইউরোপিয়ান মিডিয়ায়। মেম্পিস ডিপাই নিজেই জানিয়েছিলেন, বার্সেলোনার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলবদলের ডেডলাইনের আগে চুক্তি সম্পন্ন করতে পারেনি দুই পক্ষ। ডাচ ফরোয়ার্ডকে ভীষণ পছন্দ বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। ডিপাইকে গ্রীষ্মের দলবদলে না পেলেও তিনি আশা হারাননি। জানুয়ারিতে শীতকালীন দলবদলে তাকিয়ে আছেন অলিম্পিক লিওঁর তারকার দিকে।

কাতালান ক্লাবের দায়িত্ব নিয়ে কোম্যান চলে যাওয়ার পথ দেখিয়ে দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান স্ট্রাইকারের জায়গায় ইন্টার মিলান থেকে লাউতারো মার্তিনেজকে আনার কথা শোনা গেলেও সেটা হয়নি। পরে তারা নজর দেয় লিওঁর ডিপাইয়ের দিকে। কিন্তু দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে ডাচ খেলোয়াড়কেও কেনা হয়নি বার্সেলোনার।

যদিও জানুয়ারিতে ডিপাইকে পাওয়ার আশায় আছেন কোম্যান। এক ডাচ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে কোম্যান বলেছেন, ‘এটা হতে পারে, হ্যাঁ। আমি চেষ্টা করবো (জানুয়ারিতে ডিপাইকে সই করানোর), কারণ আমি ওকে এখানে চাই।’

অবশ্য ওই মুহূর্তে ক্লাবের আর্থিক অবস্থা কেমন থাকে, সেটাও আমলে রাখছেন ডাচ কোচ, ‘তবে আমি বলতে পারবো না ওই সময়, মানে জানুয়ারিতে ক্লাবের আর্থিক অবস্থা কেমন থাকে। কী হয়, সেটা দেখতে আমাদের অপেক্ষায় থাকতে হবে। এটা আমার হাতে নেই, নির্ভর করছে ক্লাবের ওপর।’

২৬ বছর বয়সী ডাচ ফরোয়ার্ডকে কেন এত পছন্দ, সেটাও পরিষ্কার করেছেন বার্সেলোনা কোচ, ‘আমরা ডিপাইকে চাই কারণ সে দুর্দান্ত খেলোয়াড়। ওর ভেতর যে গুণাবলী আছে, ‍আমার মতে এখানে (বার্সেলোনা) সেটার অভাব আছে। বিশেষ করে, আক্রমণাত্মক খেলার গভীরতায়। ও ভীষণ শক্তিশালী ও বৈচিত্রময়। ও যেমন স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পারে, তেমনি পারদর্শী লেফট উইংয়ে।’

গ্রীষ্মের দলবদল চলার সময় কোম্যান জানিয়েছিলেন, এবার আর তাদের কোনও খেলোয়াড় কেনা হবে না। কারণ আর্থিক সংকট। ডিপাইকে কিনতে হলে তাদের আগে খেলোয়াড় বিক্রি করতে হতো। কাতালান ক্লাবটি সেটি পারেনি। জানুয়ারির দলবদলেও আর্থিক অবস্থার উন্নতি না হলে স্ট্রাইকার ছাড়াই মৌসুম পার করতে হতে পারে তাদের!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা