X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৬:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:১৭

তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প স্থগিত করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই গত ১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছিল যুব দল। ২৮ অক্টোবর ক্যাম্প শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে ক্যাম্প আগে-ভাগে স্থগিত করেছে বিসিবি। আশঙ্কা ছিল করোনার সংক্রমণ ঘটে থাকতে পারে ক্রিকেটারদের মাঝে। পরে জানা গেলো ঘটনা সত্যিই! করোনায় আক্রান্ত হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার। ফলে আইসোলেশনে পাঠানো হয়েছে ক্যাম্পের ১৫ ক্রিকেটারকেই।

শুরুতে জানা যায়, কয়েকজন ক্রিকেটারের সঙ্গে করোনা উপসর্গ দেখা গেছে একজন ওয়েটারের মাঝে। তাই প্রাথমিকভাবে দুইদিন ক্যাম্প স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আরও জানা যায়, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ক্রিকেটার, কোচ, ম্যানেজারসহ অন্তত ১৫ জন। এদের মধ্য থেকেই করোনা পজিটিভ হয়েছেন তিনজন। এছাড়া উপসর্গ আছে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজেরও। ঢাকায় নির্ধারিত বাসায় আইসোলেশনে আছেন যুব বিশ্বকাপজয়ী এই কোচ। বাকিদেরকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানিয়েছেণ, ‘মেডিক্যাল কমিটি আমাদের এমন তথ্যই জানিয়েছে। কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ার মতো অবস্থাই ছিল। পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা গেছে, তিনজন করোনায় আক্রান্ত। কোন তিনজন সেটা বলছি না। এদের সংস্পর্শে যাওয়ায় বাকিদের আইসোলেশনে নেওয়া হয়েছে।’

এই মুহূর্তে ক্যাম্প বন্ধ করলেও পরিস্থিতি অনুকূল হলে  আগামী ১০ নভেম্বর থেকে যুবাদের ক্যাম্প পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন, বিসিবির গেম ডেভেলপমেন্টের এই ম্যানেজার, ‘যেহেতু আগামী নভেম্বরের এশিয়া কাপ স্থগিত হয়ে গেছে, তাই আমরা ক্যাম্প চালু রাখছি না। এছাড়া একটা ঝুঁকিও তৈরি হয়েছে। যেহেতু নিকট ভবিষ্যতে কোনো সিরিজ বা টুর্নামেন্ট নেই। তাই সব ঠিক হওয়ার পর নভেম্বরে আবার ক্যাম্প শুরু করার চিন্তা আছে। মূলত এশিয়া কাপ না হওয়ার কারণেই ক্যাম্পটা আমরা স্থগিত করেছি।’

প্রসঙ্গত, বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলেই ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য নির্মাণ শ্রমিকদের সেখানে নিয়মিত আসা-যাওয়া ছিল। আশঙ্কা করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমে ক্যাম্পে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া