X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেয়েদের আইপিএল তাদের কাছে শেখার জায়গাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ২০:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:৫৪

মেয়েদের আইপিএল খেলতে যাচ্ছেন সালমা খাতুন ও জাহানারা আলম তৃতীয়বার মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই প্রতিযোগিতা। কুড়ি ওভারের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশি দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম দেশ ছাড়বেন ২১ অক্টোবর। দুটি করোনা পরীক্ষায় উতরে দুজনই বিমানে ওঠার ছাড়পত্র পেয়েছেন। দেশ ছাড়ার আগে নারী দলের এই দুই ক্রিকেটার শোনালেন অভিন্ন লক্ষ্যের কথা। দলের জয়ে অবদান রাখার পাশাপাশি বড় তারকাদের কাছ থেকে শেখার অনেক কিছু দেখছেন তারা।

প্রথম আসরে দুই দল নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হলেও গত দুই আসরে মেয়েদের আইপিএলের অংশ নিচ্ছে তিন দল- ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সালমা। তার দল ট্রেইলব্লেজারস।

এমন সুযোগে দারুণ খুশি সালমা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘অবশ্যই আইপিএলে সুযোগ পেয়ে খুশি লাগছে এবং ভাগ্যবানও মনে হচ্ছে, এত বড় আসরে খেলতে যাবো। অবশ্যই চেষ্টা করবো আইপিএলে গিয়ে নিজের পারফরম্যান্সটা শো করার। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু দুই বিভাগেই ভালো করার চেষ্টা থাকবে। আমি যদি ভালো কিছু করতে পারি তবে অবশ্যই আমার দলের জন্য সহায়ক হবে।’

শুধু খেলা নয়, বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে শেখার ইচ্ছাও থাকছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের মনে, ‘ওখান থেকে আসার পর ওই অভিজ্ঞতা দেশেও কাজে লাগাবো। যেহেতু ওখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেগুলো শিখে এসে আমাদের দেশে প্রয়োগ করার চেষ্টা করবো।’

সালমার কথায় সুর মিলিয়ে জাহানারাও বললেন, ‘এ ধরনের প্রতিযোগিতায় বিশ্বের অনেক সেরা, বিশ্বজয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়। আমি আশা করি, এই অভিজ্ঞতা ওখান থেকে অর্জন করে দেশে এসে আমার সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো। আমার বিশ্বাস, এই টুর্নামেন্ট খেলার পর ক্যারিয়ারে কয়েক ধাপ এগিয়ে যাবো।’

সালমা প্রথমবার অংশ নিলেও জাহানারা দ্বিতীয়বারের মতো যাচ্ছেন মেয়েদের আইপিএলে। গত আসরে ভেলোসিটির হয়ে খেলা এই পেসার এবারও একই দলে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগাতে বদ্ধপরিকর জাহানারা, ‘দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে যাচ্ছি। আমি খুবই খুশি যে আবারও ভেলোসিটির হয়ে খেলার সুযোগ পেয়েছি। গতবারের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো এবার এবং নিজের শতভাগ দিয়ে দলের জয়ে অবদান রাখতে চেষ্টা করবো।’

অভিজ্ঞতা ঋদ্ধ জানাহারা আগেরবারের ফাইনাল হারের ক্ষত ভুলতে চান এবার, ‘নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই। একটা লক্ষ্য নিয়েই মাঠে নামি, নিজের সেরাটা দিয়ে ভালো খেলতে হবে এবং দলের জন্য অবদান রাখতে হবে। সুতরাং এবারও একই লক্ষ্য। গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও হতে পারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এই ধরনের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

৪ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ৫ নভেম্বর একই ভেন্যুতে জাহানারার ভেলোসিটি লড়বে সালমার ট্রেইলব্লেজারসের বিপক্ষে। পরের দিন ট্রেইলব্লেজারস-সুপারনোভাসের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে শারজাতে।

এবারের আসরে তিন দলের অধিনায়ক হারমানপ্রীত কর, স্মৃতি মন্দনা ও মিতালি রাজ। আইপিএলের মতো এই প্রতিযোগিতাতেও দলগুলো একাদশে রাখতে পারবে চার বিদেশি ক্রিকেটার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী