X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগের ৩৬ জন নিয়েই জেমি ডের নেপাল অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ২২:০১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:০১

নেপাল ম্যাচের জন্য আগের দলটাই ডেকেছেন কোচ জেমি ডে গত জুলাইতে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষিত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাছাই স্থগিত হয়ে যায়। আগামী বছরের যেকোনও সময় ম্যাচগুলো হবে। তার আগে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কোচ জেমি ডে আগের বাছাইকৃত ৩৬ জন খেলোয়াড়কে আবারও ক্যাম্পে ডেকেছেন।

আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টায় হোটেল সোনারগাঁওয়ে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এই হোটেলে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন।

৩৬ জনের প্রাথমিক দলে চারজন নতুন মুখ। এরা হলেন- ফিনল্যান্ড প্রবাসী বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ডিফেন্ডার কাজী তারিক রায়হান, পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। তাদের ওপর আস্থা রাখছেন ইংলিশ কোচ ডে।

যদিও ক্যাম্পের শুরুতে কোচ ডে ও অধিনায়ক জামাল যোগ দিতে পারছেন না। ডে ইংল্যান্ড, জামাল ডেনমার্ক ও কাজী তারিক ফিনল্যান্ড থেকে ক্যাম্প শুরুর কয়েকদিনের মধ্যে যোগ দেবেন।

ক্যাম্পে যোগ দেওয়ার আগে সুফিল-সোহেল রানাদের আবারও করোনা পরীক্ষা করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও তাদের করোনা পরীক্ষা করবে বাফুফে। নেপাল ম্যাচের আগে স্কোয়াড ছোট করে আনবেন কোচ।

প্রাথমিক দল:

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. আবদুল্লাহ, এমএস বাবলু ও সুমন রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া