X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাঞ্জাবের হাসিতে ম্লান ধাওয়ানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ০০:০৬আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:০৭

পাঞ্জাবের জয়ের ভিত গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও নিকোলাস পুরান আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন শিখর ধাওয়ান। তার রেকর্ড গড়া ইনিংসটিও যথেষ্ট হলো না দিল্লি ক্যাপিটালসের জন্য। জয়ের হাসি হেসেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো লোকেশ রাহুলরা।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচে ধাওয়ান খেলেছিলেন হার না মানা ১০১ রানের ইংনিস। আর মঙ্গলবার দুবাইয়ের ম্যাচে বাঁহাতি ওপেনার ৬১ বলে অপরাজিত থাকলেন ১০৬ রানে। আইপিএল ইতিহাসে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি কেবল তারই। ধাওয়ানের অসাধারণ ইনিংসের পরও দিল্লির স্কোর খুব একটা বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তারা করে ১৬৪ রান। নিকোলাস পুরানের ২৮ বলে ঝড়ো ৫৩ রানের ইনিংসে লক্ষ্যটা ৫ উইকেট হারিয়ে ৬ বল আগেই টপকে গেছে পাঞ্জাব।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে পাঞ্জাব। অন্যদিকে হারলেও সামান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকলো দিল্লি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দিল্লি শুরুতেই হারায় পৃথ্বি শ’র (৭) উইকেট। খানিক পর তার পথেই হাঁটেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১৪)। ঋষভ পান্তও ১৪ রানে ফেরেন প্যাভিলিয়নে। তবে একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়িয়ে নেন ধাওয়ান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে ৬১ বলে ১২ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ১০৬ রানে। শেষ দিকে শিমরন হেটমায়ার ৬ বলে করেন ১০ রান।

পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সামি। ডানহাতি পেসার ৪ ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, জেমি নিশাম ও মুরুগান অশ্বিন।

১৬৫ রানের লক্ষ্যে পাঞ্জাবের শুরুও ভালো ছিল না। ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রাহুল। তবে ঝড় তুলেছিলেন ক্রিস গেইল। চার-ছক্কার ফুলঝুরিতে ক্যারিবিয়ান হার্ডহিটার ১৩ বলে খেলে যান ২৯ রানের ঝড়ো ইনিংস। ৩ চারের সঙ্গে মেরেছেন ২ ছক্কা। মন্থর শুরুটা বেশিদূর নিতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল (৫)।

৫৬ রানে ৩ উইকেট হারানো পাঞ্জাবকে পথে ফেরান পুরান ও ম্যাক্সওয়েল। ঝড়ো ব্যাটিংয়ে পুরান ২৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৩ রান। আর ম্যাক্সওয়েল ২৪ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩২ রান। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন দীপক হুডা (২২ বলে ১৫*) ও নিশাম (৮ বলে ১০*)।

কাগিসো রাবাদা ৪ ‍ওভারে ২৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। হারলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ধাওয়ান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা