X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১০ জনের দলে পরিণত হয়েও বার্সার ৫ গোল!

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ১০:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১০:৫৭

প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি বার্সা। চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে আলো ছড়িয়েছে বার্সেলোনা। ‘জি’ গ্রুপে ফেরেংকভারোসকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। স্কোর শিটে নাম তুলেছেন লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান দেম্বেলে।

শুরুর একাদশে কিছুটা পরিবর্তন এনেছিলেন রোন্যাল্ড কোম্যান। মৌসুমে প্রথমবারের মতো জায়গা পান ত্রিনকাও ও পিয়ানিচ। বেঞ্চে বসে থাকতে হয় আন্তোয়ান গ্রিজমানকে। এর পরেও সর্বশেষ গেতাফের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের মতো অগোছালো দেখাচ্ছিল কাতালানদের। সেই সুযোগে প্রথম সুযোগটি তৈরি করে হাঙ্গেরিয়ান ক্লাবটিই। তবে ইসায়েলের শট গিয়ে লেগেছে ক্রসবারে। তাদের সব চেষ্টা বিফলে যায় যখন আদনার কোভাসেভিচ ফাউল করে বসেন মেসিকে। বিপজ্জনক অঞ্চলে তাকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। ২৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

ফেরেংকভারোস গোলকিপার অবশ্য এ গোলের পর বেশ কিছু সেভ করে হতাশ করেছেন মেসিদের। কিন্তু শুরুর দিকে অস্বস্তিতে ভোগা বার্সা ছন্দ ফিরে পায় বিরতির আগে। ডি ইয়ংয়ের সাথে ওয়ান-টুর সমন্বয়ে জালে বল পাঠিয়ে স্কোর ২-০ করেন আনসু ফাতি।

স্বাগতিক হিসেবে ধীরে ধীরে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সাই। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি, ফাতি ও কুতিনহোর অসাধারণ পাসিং ফুটবলে স্কোর হয় ৩-০। গোলটি করেছেন কুতিনহো। ঘণ্টা পার হলে ত্রিনকাও, রবের্তো ও ফাতির বদলি হিসেবে পরে নামানো হয় দেম্বেলে, ফিরপো ও পেদ্রিকে। এর ফলও মেলে শেষ দিকে।

তবে আক্রমণে ধার বাড়ানো বার্সা ভুল করে বসে ৭০ মিনিটে। জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টি পায় ফেরেংকভারোস। একটি গোল হজম করার সঙ্গে ১০ জনের দলেও পরিণত হতে হয় স্বাগতিকদের। তাতে প্রতিপক্ষ কিছুটা অক্সিজেন পেলেও কোম্যান রক্ষণাত্মক কৌশলের পথে হাঁটেন এর পর। ডিফেন্সিভ বদলি হিসেবে নামান আরোহো ও বুসকেৎজকে।

ফেরেংকভারোসের ফেরার সব আশা শেষ হয়ে পেদ্রির গোলে স্কোর ৪-১ করার পর। গোলটি বানিয়ে দিতে ভূমিকা ছিল বদলি নামা দেম্বেলের। শেষ গোলটি ছিল মেসির বানিয়ে দেওয়া। একটি ডিফেন্ডারকে কাটিয়ে তার দেওয়া পাস থেকেই গোলটি করেছেন দেম্বেলে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা