X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিদেশি খেলোয়াড়বিহীন টি-টোয়েন্টি লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২৩:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:১৯

 প্রেসিডেন্টস কাপ শেষ, নভেম্বরে টি-টোয়েন্টি লিগ                  - ছবি: বিসিবি তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হলো। আগামী ১৫ নভেম্বর থেকে ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এই টুর্নামেন্টে কোনও বিদেশি ক্রিকেটার থাকবে না। আর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান।

রবিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে  আসন্ন টি-টোয়েন্টি লিগ সম্পর্কে  ধারণা স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি জানান, ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে আসরটি আয়োজন করা হবে, 'টুর্নামেন্টটা হবে পাঁচটি দলের। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটা করবো। পাঁচটি দল হলে আরও কিছু খেলোয়াড় সুযোগ পাবে। অন্তত আরও ৩০টা খেলোয়াড় আসবে। এটা চ্যালেঞ্জিং হবে। অনেকে বলছিল তিনটি দলই সামলানো কঠিন, তবুও আমরা চ্যালেঞ্জটা নিতে চাইছি। ১৫ নভেম্বর শুরু হবে আশা করি। শিগগিরই পাঁচ দলের আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজতে দরপত্র আহ্বান করা হবে।'

বিদেশি ক্রিকেটারদের না থাকা নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, 'বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে না। বেশিরভাগ ব্যাটসম্যান আগ্রহ দেখাচ্ছে। সব ব্যাটসম্যান এনে লাভ কী? আমাদের তেমন লাভ হচ্ছে না। ভালো বোলারও চাই। অমন যেহেতু পাওয়া যাচ্ছে না আমার আগ্রহ নেই।'

নাজমুল হাসান আবারও বলেছেন, কুড়ি ওভারের এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে যাওয়া সাকিব, 'সাকিব ১০ নভেম্বর চলে আসবে। টুর্নামেন্টের আগে তো বটেই। ১৫–২০ তারিখ টুর্নামেন্ট শুরু করার কথা বলেছিলাম। ১০ দিন আগে আসবে। সে খেলবে নিশ্চিত করেছে। সবার সঙ্গেই প্রাকটিস করতে পারবে। এই সময়ে তার দলও হয়ে যাবে। দলের সঙ্গে সবই করতে পারবে।'

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া