X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে খুশি ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২১:১১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:১৬

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান (ফাইল ছবি) শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। তবে শুরু থেকে অনুশীলনে ছিলেন না বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। নেপাল ম্যাচের চার দিন আগে, অর্থাৎ ৯ নভেম্বর তাদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। তবে বাফুফের হস্তক্ষেপে আজ (মঙ্গলবার) বিকেলে ক্যাম্পে যোগ দিয়েছেন ইব্রাহিম-জিকোরা।

আজ যোগ দেওয়া খেলোয়াড়দের মধ্যে অন্যতম হলেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার। সকালে ঢাকায় এসেছেন এই তরুণ ডিফেন্ডার। আপাতত তাকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে।

ক্যাম্পে যোগ দিয়ে খুশি তারিক। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘অনেক ভালো লাগছে ক্যাম্পে যোগ দিয়ে। সকালে এসেছি। এখন কোয়ারেন্টিনে থাকতে হবে। নেপাল ম্যাচ সামনে রেখে একসঙ্গে কাজ করতে হবে। ম্যাচ জিততে হবে। তার আগে মূল দলে জায়গা করে নেওয়ার বিষয়টিও আছে।’

বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা অবশ্য নিজেরা অনুশীলনের মধ্যে ছিলেন। গত মাস থেকে তাদের অনুশীলন শুরু হয়েছে তাদের। জাতীয় দলের ক্যাম্পে ফিরে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘অনেকদিন ফুটবলের বাইরে ছিলাম। জাতীয় দলের খেলাও ছিল না। মাঝখানে সারা রিসোর্টে ক্যাম্প হওয়ার কথা ছিল। তা সেভাবে হয়নি। সবমিলিয়ে এখন নেপালের বিপক্ষে দুটি ম্যাচ হবে। এই ম্যাচ দুটিতে ভালো খেলতে চাই। ফেডারেশনকে ধন্যবাদ এই দুটি ম্যাচ আয়োজনের জন্য।’

গোলকিপার আনিসুর রহমান জিকোও ভালো করার জন্য মুখিয়ে, ‘অনেক ভালো লাগছে ক্যাম্পে যোগ দিয়ে। করোনার কারণে খেলা ছিল না। এখন সামনে দুটি ম্যাচ। সেই লক্ষ্যে তৈরি হতে হবে। ফিটনেস লেভেল আগের মতো আনতে হবে। এছাড়া সামনে বিশ্বকাপ বাছাই পর্ব আছে। আরও উন্নতি করতে হবে। ফুটবল ফিরছে এটাই বড় বিষয়।’

অবশ্য ডাক পাওয়া বসুন্ধরা কিংসের অন্য দুই খেলোয়াড় যোগ দিতে পারেননি। ইনজুরি থেকে বর্তমানে মাঠে ফেরার অপেক্ষায় আছেন মিডফিল্ডার মাশুক মিয়া জনি ও ফরোয়ার্ড মতিন মিয়া। আপাতত তারা ক্লাবের অনুশীলনেই থাকবেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন