X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১৯:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৯:৫১

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ দিনকয়েক আগে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন বিগ ব্যাশ লিগে খেলবেন না তিনি। ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের না খেলার কথাও শোনা যাচ্ছে। এরই মধ্যে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন। ডানহাতি ব্যাটসম্যান জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় ‘খেলার কোনও সম্ভাবনা নেই’ তার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সম্প্রচার স্বত্বাধিকারী সেভেন অ্যান্ড ফক্সটেল তাদের দেশের সেরা খেলোয়াড়দের প্রতিযোগিতায় রাখতে বদ্ধপরিকর। কিন্তু লম্বা সময় পরিবারের বাইরে থাকায় স্মিথ, ওয়ার্নার, কামিন্স, স্টার্ক, জশ হ্যাজেলউডকে না পাওয়ার শঙ্কা জন্মেছে।

এরই মধ্যে স্মিথ জানিয়ে দিয়েছেন, বিগ ব্যাশে খেলার সম্ভাবনা নেই তার। কারণটা জৈব সুরক্ষা বলয়। স্বাস্থ্যবিধি মেনে একট জায়গায় আবদ্ধ থাকায় তিনি ও অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড় লম্বা সময় ধরে পরিবারের বাইরে। স্মিথ পরিবার ছাড়া সেই আগস্টে ইংল্যান্ড সফর থেকে, এরপর জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে খেলছেন আইপিএল।

সেই কারণেই বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। ‘আপনাকে সত্যিটাই বলছি- কোনও সম্ভাবনা নেই।’- রাজস্থান রয়্যালসের পক্ষে লাইফবয়ের একটি ইভেন্টে নিউজ ক্রপের প্রশ্নের উত্তরে বলেছেন স্মিথ।

করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে আরও কতদিন পরিবারের বাইরে থাকতে হতে পারে, জানা নেই স্মিথের, ‘জৈব ‍সুরক্ষার মধ্যে থাকা মাত্রই শুরু হয়েছে। আমরা কেউই জানি না এটা কতদিন চলবে। এটা অনিশ্চয়তার চাদরে মোড়ানো। খোলামেলা আলোচনা চলছে কোচ, জেনারেল ম্যানেজার সঙ্গে, যারা নিশ্চিত করবেন তাদের মাথায় এইসব মানুষজন থাকছে (সামনের সিরিজ বা ম্যাচের জন্য)। এরপর অবশ্যই খেলোয়াড় নির্বাচন নিয়ে প্রশ্ন জাগবে। লম্বা সময় ধরে বাবলের মধ্যে থাকার কারণে কারও যদি মনে হয় তার বিশ্রাম দরকার এবং তার জায়গায় অন্য কেউ এসে ভালো খেললো, তাহলে কি তারা তাদের জায়গা নিয়ে নেবে?’

তাই আলোচনার মাধ্যমে দল নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন স্মিথ, যেখানে খেলোয়াড়রা তাদের পছন্দের সিরিজ বা ম্যাচ বাছাই করে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে পারবেন। আর যারা খেলবেন না, তারা পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়