X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় জেমকন খুলনার হয়ে মাঠে নামছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৩:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৩:৩০

জেমকন খুলনার হয়ে খেলছেন সাকিব আল হাসান। সময়ের হিসেবে ৪০৮ দিন পেরিয়ে গেছে। গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পেরিয়ে ব্যাট-বলের লড়াইয়ে অবশেষে আজ মঙ্গলবার মাঠে নামছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সন্ধ্যায় তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে জেমকন খুলনার জার্সিতে মাঠে নামছেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী দিনের দ্বিতীয় এই ম্যাচটি মাঠে গড়াবে।

সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-শফিউল-আল আমিনদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে খুলনা। এই দলের বিপক্ষে অনেকটা অনভিজ্ঞ তামিমের বরিশাল। অবশ্য এই ম্যাচটি ছাপিয়ে উদ্বোধনী দিনের সব আলো থাকবে সাকিবকে ঘিরেই। কারণটাও স্বাভাবিক। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকার নাম সাকিব। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে এই ফরম্যাটে দেশের ক্রিকেটে তার সমকক্ষ হয়ে উঠতে পারেনি কেউ। ৩০৮ ম্যাচে ৪ হাজার ৯৭০ রান করা ছাড়াও বল হাতে নিয়েছেন ৩৫৪ উইকেট। মঙ্গলবার সাকিবের সামনে হাতছানি ৫ হাজার রান ক্লাবে প্রবেশ করার।

সাকিবের এই ফেরার ম্যাচটা আরও সৌরভ ছড়াবে যদি শুরুটা জয় দিয়ে করতে পারে খুলনা। শক্তিশালী দল গড়ে মাঠের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য। দলে যত বড় নামই থাকুক, দিনশেষে আপনাকে মাঠে সেটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বলবো, মাঠে আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’

অন্যদিকে কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে ভালো করার প্রত্যায় তামিমের কণ্ঠে, ‘আমি নিশ্চিত দলে যে প্লেয়ারগুলো আছে, তারা সবাই সামর্থ্যবান। আমার বিশ্বাস, তারা ভালো করবে। এটাই আশা করবো যে, আমরা ম্যাচটা ভালোভাবে যেন শুরু করতে পারি। কারণ, এক থেকে এগারো সবাই-ই ম্যাচ জেতাতে সক্ষম। একটাই ব্যাপার যে তারা তরুণ। আমি নিশ্চিত তারা ভালো করবে।’

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা