X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হেরে বোলারদের দুষলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ২০:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২০:০৮

হেরে বোলারদের দুষলেন মুশফিক বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছে বেক্সিমকো ঢাকা। শ্বাসরুদ্ধকর শেষ ওভারে হেরে বোলারদের দুষছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

ঢাকার বোলিংয়ের সামনে রাজশাহীর টপ অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। তবে মিডল অর্ডারে নুরুল হাসান ও মেহেদী হাসান মিলে ৮৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। এই জুটিই মূলত রাজশাহীর স্কোরকে সমৃদ্ধ করেছে।

বোলিংয়ে ভালো শুরু করেও মাঝখানে খেই হারিয়ে ফেলায় বোলারদের কাঠগড়ায় দাঁড় করালেন মুশফিক, ‘আমি মনে করি, আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। শুরুটা ভালো করলেও শেষে ভালো করতে পারিনি। মাঝে অবশ্য (নুরুল হাসান) সোহান ও মেহেদী ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি বলেই আমরা হেরেছি।’

বোলারদের দোষ দেখলেও মুশফিক মনে করেন, ১৭০ রান তাড়া করার মতোই ছিল, ‘আমার মনে হয় ‌১৭০ রান তাড়া করার মতো রান। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা ঠিকভাবে শেষ করতে পারেনি। আমি, আকবর, (তানজিদ) তামিম, নাঈম সবাই সেট হয়ে আউট হয়েছি। তারা শেষদিকে ভালো বল করেছে।’

২৯ বলে ৩৪ রান করে আকবর আউট হয়েছেন। ব্যাটিং ব্যর্থতার পেছনে তার উইকেট ছুঁড়ে দেওয়াকে দায়ী করছেন মুশফিক, ‘আপনি যদি দেখেন, মাঝখানে আমাদের ওভারে ৯-১০ রান করে লাগতো। আমার মনে হয়, আকবরের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল শেষ দিকে। তখন আশা করা উচিত নয়, কোনও ব্যাটসম্যান এসেই তিন ছক্কা হাঁকাবে। কৃতিত্বটা মুক্তারের, সে শেষ ওভার ছাড়া বাকি বলগুলোতে খুব ভালো ব্যাট করেছে।’

প্রথম ম্যাচের ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রত্যয় মুশফিকের কণ্ঠে, ‘আশা করি, আমরা এই ম্যাচ থেকে শিখতে পারবো। এটাই খেলার সৌন্দর্য। আপনার ভুল থেকে শিখতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী