X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেটও কাঁদছে ম্যারাডোনাকে হারিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ০৪:২৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৪:৩৭

বাংলাদেশের ক্রিকেটও কাঁদছে ম্যারাডোনাকে হারিয়ে বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে শোকাহত সারাবিশ্ব। বাংলাদেশের ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। সাকিব-মাশরাফি থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার ফুটবল জাদুকরের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

সাকিব আর্জেন্টিনার পাঁড় সমর্থক। ম্যারাডোনার মৃত্যুতে ব্যথিত এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে, যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, ডিয়েগো!’

সাকিবের পোস্ট সাবেক ওপেনার নাফিস ইকবাল ম্যারাডোনার আত্মার শান্তি কামনা করে লিখেছেন, ‘তোমাকে সবসময় সবখানেই মিস করবো লিজেন্ড।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা।’ মোহাম্মদ আশরাফুলের পোস্টটাও একই, ‘বিদায় কিংবদন্তি, বিদায় ম্যারাডোনা।’

আশরাফুলের পোস্ট পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘চিরবিদায় ফুটবলের জাদুকর। আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।’

অলরাউন্ডার আল আমিন জুনিয়র একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিলেন ছুটি চুপিসাড়ে, বন্ধু হলো খেলা...। ১০ নম্বর জার্সি ছিল সবার ছেলেবেলা। ভালো থাকবেন লিজেন্ড।’

তাসকিনের পোস্ট যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমও শোকে কাতর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রঙিন এই দুনিয়ার রং এভাবেই মুছে যাবে আমার আপনার সবার। তোমার শেষকৃত্যের পর কয়জন তোমাকে মনে রাখবে হে ম্যারাডোনা? তবে ফুটবলপ্রেমীদের মনে তুমি আজীবন অমর হয়ে থাকবে।’

তাদের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনার আত্মার শান্তি কামনা করেছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি