X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনা-রাজশাহীর এগিয়ে যাওয়ার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১১:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:০৫

জয়ের ধারা ধরে রাখতে নামছে জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ (বৃহস্পতিবার) মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দুটি দলই উদ্বোধনী দিনে জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও টি-স্পোর্টসে।

মুখোমুখি হওয়ার আগে দুই দলই ঐচ্ছিক অনুশীলন করেছে। রাজশাহীর অনুশীলনে মোহাম্মদ আশরাফুল ছাড়া ছিল না কোনও তারকা ক্রিকেটার। মাহমুদউল্লাহ-সাকিবকে ছাড়া অনুশীলন করেছে জেমকন খুলনাও।

প্রথম ম্যাচে খুলনা ও রাজশাহী দুই দলই শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে। রাজশাহী জয় পেয়েছে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করে। অলরাউন্ডার মেহেদী হাসানের শেষ ওভারে ৯ রান করতে পারেনি বেক্সিমকো ঢাকা। অন্যদিকে খুলনা জিতেছে শেষ ওভারে ২২ রানের কঠিন সমীকরণ মিলিয়ে। আরিফুল ইসলামের ৪ ছক্কায় এক বল হাতে রেখেই জয়ের দেখা পায় খুলনা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর মাহমুদউল্লাহরা।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। চট্টগ্রাম খেলবে তাদের উদ্বোধনী ম্যাচ। অন্যদিকে এটি ঢাকার দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী দিনে রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছে মুশফিকরা। তাই টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা।

মোহাম্মদ মিঠুনের চট্টগ্রামও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে। দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে দলটি। অনুশীলনেও ভীষণ সিরিয়াস ছিলেন সৌম্য-লিটন-মোস্তাফিজরা। ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রায় ঘণ্টা তিনেক নিজেদের ঝালিয়ে নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আজকের খেলা:

জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী, দুপুর ১-৩০ মিনিট

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা, সন্ধ্যা ৬-৩০ মিনিট

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’