X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট মাঠে `ফুটবল ঈশ্বর' ম্যারাডোনাকে শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৭:৪৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:০৪

ম্যারাডোনাকে শ্রদ্ধাঞ্জলি                                         -বিসিবি বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে শোকাহত সারাবিশ্ব। বাংলাদেশের ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। সাকিব-মাশরাফি থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার ফুটবল জাদুকরের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। বসে থাকেনি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিও। বৃহস্পতিবার প্রথম ম্যাচ শেষে এক মিনিট নীরবতা পালন করে ডিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন চার দলের ক্রিকেটার, আম্পায়ার ও মাঠ কর্মীরা।

জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, বেক্সিমকো ঢাকা এবং গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটাররা মাঠে উপস্থিত থেকে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বিসিবির পরিচালক ও মাঠে উপস্থিত দুই দলের বেশ কয়েকজন সমর্থক এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন।

এই সময় এক মিনিট নীরবতা পালন চলাকালে হোম অব ক্রিকেটের জায়ন্ট স্কিনে ভেসে উঠছিল ‘তুমি আমাদের হৃদয়ে থাকবে।’ পাশাপাশি ম্যারাডোনার খেলা বেশ কিছু ম্যাচের অংশ বিশেষও দেখানো হয় জায়ান্ট স্কিনে।

আর্জেন্টিনার জেতা সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে বলতে গেলে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন লাতিন আমেরিকার দেশটিকে। ওই বিশ্বকাপেই ফুটবল বিশ্ব তার হাত দিয়ে করা ‘হ্যান্ড অব গড’ গোলের পর ‘শতাব্দীর সেরা’ গোল দেখেছিল তার পা থেকে। ক্লাব ফুটবলে নাপোলিকে দিয়েছিলেন লিগ শিরোপার স্বাদ। ইতালিয়ান এই ক্লাবে যাওয়ার আগে খেলে গিয়েছিলেন বার্সেলোনার জার্সিতে। ক্যারিয়ারের শেষটা করেছিলেন বোকা জুনিয়র্সে। ১৯৬০ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া এই ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। খেলোয়াড়ি জীবন শেষে আর্জেন্টিনার কোচের দায়িত্বও সামলেছেন। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে আলবিসেলেস্তেদের ডাগআউটে দাঁড়ান ২০১০ বিশ্বকাপেও। মৃত্যুর আগে তিনি আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়ার কোচের দায়িত্ব সামলেছেন। জাদুকরী ফুটবলের কারণে যেমন নন্দিত ছিলেন, তেমন নিন্দিতও ছিলেন বেপরোয়া জীবনযাপনের কারণে। বিশেষ করে কোকেনসেবন কাল হয়ে দাঁড়িয়েছিল তার ফুটবল ক্যারিয়ারে। যে কারণে ১৯৯৪ বিশ্বকাপে ডোপ পরীক্ষায় ধরা পড়েন। ১৯৯১ সালে ডোপ পজিটিভ হয়ে ১৫ মাস নিষিদ্ধ ছিলেন তিনি।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের