X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার ইঞ্চি খাটো পায়ে লাফিয়েই সোনা জিতলেন সেলিম

তানজীম আহমেদ
২৭ নভেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:১৯

অদম্য সেলিম                      - বাংলা ট্রিবিউন ডান পায়ের পাতার ওপর ভরে করেই সবকিছু করেন সেলিম রেজা। বাঁ পায়ের চেয়ে এই পা-টা আবার প্রায় ৪ ইঞ্চি খাটো। এমন শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও কুষ্টিয়ার এই অ্যাথলেট জয়ের নেশায় ছুটছেন। হাই জাম্পে অংশ নিয়েই প্রথমবারের মতো সোনা জিতেছেন। ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে সেটিও জিতেছেন সুস্থ-সক্ষম অ্যাথলেটদের সঙ্গে লড়াই করে। তিনি লাফিয়েছেন ১.৮০ মিটার।

বাড়ি কুষ্টিয়া, কিন্তু খেলেন নড়াইল জেলার হয়ে। আন্তঃস্কুলে খেলার সময় সেখানে পরিচয় হয় দিলীপ স্যারের সঙ্গে। সেখান থেকেই ২০১৮ সালে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া। প্রথমবার হয়েছিলেন চতুর্থ। আর গতবছর তো তৃতীয়। যশোরের এমএম কারিগরি কলেজে উচ্চমাধ্যমিক পড়ুয়া সেলিম অবশ্য এ নিয়ে চিন্তিত নন। ঢাকায় এসে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছেন, পদক জিতছেন- এটাই তার কাছে বড় অর্জন।

জন্ম থেকে শারীরিক সমস্যা নিয়ে বেড়ে ওঠা সেলিম কোনোসময়ই হতোদ্যম হননি। স্কুলে ছিলেন ডানপিটে। খেলতেন সব খেলাই। এক পর্যায়ে অ্যাথলেটিকসের সঙ্গে গাঁটছড়া বাধেন। এখন স্বপ্ন দেখেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। পদক জিতবেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকের ওপর দাড়িয়ে সেলিম বাংলা ট্রিবিউনকে বলছিলেন, ‘আমার লক্ষ্য একসময় দেশের পতাকা বুকে নিয়ে সাফল্যের পথ পাড়ি দেবো। আমি জানি আমার সীমাবদ্ধতা আছে, তবে তা জয় করেই এগিয়ে যেতে চাই। অন্তত প্যারা অলিম্পিকে অংশ নিতে চাই। সেখানে দেশের হয়ে পদক জেতার প্রত্যাশা আছে।’

সেলিম আদর্শ মানেন দক্ষিণ আফ্রিকার পা-বিহীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে। পিস্টোরিয়াসের সাফল্যই তাকে সাহস জোগায় , ‘পত্রিকায় তার ছবি দেখে ও লেখা পড়ে ভক্ত হয়েছি। তার তো পা নেই। তারপরও যদি তিনি দৌড়াতে পারেন, পদক জিততে পারেন। তাহলে আমি কেন পারবো না? আমার তো দুই পা-ই আছে।’ তবে সুস্থদের সঙ্গে এভাবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জেতা কম কথা নয়। সেলিম নিজেও তা মানছেন।  অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমই তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সেলিম বলেন, ‘আমার জন্ম থেকে পায়ে সমস্যা। ছোট বেলায় ডাক্তার দেখাতে পারিনি। তাই বলে পিছু হটিনি কোনও কাজে। আমার আত্মবিশ্বাস আছে যে সাফল্য পাবো। এই প্রতিযোগিতার আগে কিছুদিন কঠোর পরিশ্রম করেছি। সবকিছু মিলিয়েই এই পদক এসেছে।’

প্রথমবার ছেলের সোনা জেতার খবরটি কৃষি কাজ করা বাবা সিরাজ শেখ ও মা সালেহা খাতুন জেনে অনেক খুশিই হয়েছেন। চারভাইয়ের সবার ছোট সেলিমের এমন খুশির খবর জেনে পুরো পরিবারই উচ্ছ্বসিত। নিজের এক পা একটু খাটো বলে অন্যদের সঙ্গে লড়াই করতে কখনও পিছপা হননি। সেলিমের কথা,‘ আমার কাছে ওসব কিছু মনে হয় না। আমি মানুষ। ওরাও মানুষ। আমার হয়তো পায়ে সমস্যা, কিন্তু অন্যরা পারলে আমি কেন পারবো না! নিজের জেদ থেকেই এই পর্যায়ে এসেছি।’ জন্ম থেকেই লড়াই করে এই পর্যন্ত এসেছেন। যেতে চান বহুদূর। লড়াইয়ের প্রেরণাই হয়তো তাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা