X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লুসাইল আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ দেবে জামালদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২০:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:০৩

প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি, শুক্রবার, দোহায়                     -বাফুফে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আগামীকাল শনিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কাতারের দ্বিতীয় বিভাগের দল লুসাইল স্পোর্টস ক্লাব। দোহার আল আজিজিয়াহ বুটিক সুপার ক্লাব মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।

আগামী ৪ ডিসেম্বর কাতারের সঙ্গে আসল ম্যাচের আগে জামালরা নিজেদের আরেকটু বাজিয়ে দেখবেন এই ম্যাচে। প্রস্তুতি ম্যাচ খেলা মানেই নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু প্রস্তুতি ম্যাচে জিততে পারলে মনোবলটা একটু বাড়ে। প্রথম প্রস্তুতি ম্যাচে যদিও হারতে হয়েছে। কাতার আর্মীর কাছে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে গেছে দল। করোনাক্রান্ত প্রধান কোচ জেমি ডে দলের সঙ্গী হতে পারেননি। ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের তত্ত্বাবধানেই ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে নিজেদের খুব ভালো অবস্থায় দেখতে চাইছেন জামালরা।

দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার অনুশীলনের পর ভিডিও বার্তায় বলেছেন,‘ নিজেদের কাছে বল থাকলে আমরা কী করবো সেটা নিয়ে কাজ হয়েছে আজ। ম্যাচ পরিস্থিতিতে প্রেসিং, আত্মরক্ষা, ফিনিশিং দুর্বলতা নিয়েও কাজ করেছেন কোচ।' কাতারের বিপক্ষে ম্যাচ কৌশল কী হবে সেটির ওপরই প্রস্তুতি ম্যাচে জোর দেওয়া হবে বলে কায়সারের অভিমত,‘কাতারের সঙ্গে আমরা কীভাবে খেলব সবকিছুই দেখে নেবো এদিন। যে দলটা কাতারের বিপক্ষে খেলবে সেই দলটাকে বেশি সময় মাঠে রাখার চেষ্টা করা হবে।’

চোট থেকে ফিরে দলের সঙ্গে ধাতস্থ হওয়ার চেষ্টা করে যাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। প্রস্তুতি ম্যাচ নিয়ে ফাহাদ বলেছেন, ‘ডিফেন্সে যখন প্রতিপক্ষ বল নিয়ে আসবে তখন কী হবে সেটা নিয়ে অনুশীলনে কাজ হয়েছে। আমাদের ফিনিসিংটা যাতে ভালো হয় সেই চেষ্টাও আছে। কোচ তা নিয়ে কাজ করেছেন।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক