X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের ৫ রানে ৪ উইকেট, খুলনার আরেকটি হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৬:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৬:৩৩

মোস্তাফিজের উইকেট উদযাপন আবারও ব্যাটিং ব্যর্থতা। আবারও হার জেমকন খুলনার। মোস্তাফিজুর রহমানের তোপে এলোমেলো মাহমুদউল্লাহরা। এই পেসার ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় খুলনা। সহজ লক্ষ্য ৩৮ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় বড় পেয়েছে চট্টগ্রাম। তিন ম্যাচে খুলনার এটি দ্বিতীয় হার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (শনিবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট-বল হাতে দাপট দেখিয়েছে চট্টগ্রাম। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৭.৫ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে মোহাম্মদ মিঠুনরা।

৮৭ রানের লক্ষ্যে সাবলীল ব্যাটিং করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। জয় থেকে ১৪ রান দূরে থাকতে মাহমুদউল্লাহর শিকারে পরিণত হন সৌম্য। ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৬ রান করেন এই ওপেনার। মুমিনুল হককে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন লিটন। প্রথম ম্যাচে ৩৪ রানের ইনিংস খেলা লিটন এবার খেলেন ৫৩ রানের ইনিংস। ৪৬ বলে ৯ চারে টুর্নামেন্টে নিজের প্রথম হাফসেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন লিটন। অন্যপ্রান্তে মুমিনুল অপরাজিত থাকেন ৭ বলে ৫ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা শুরুতেই চমক উপহার দেয়। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন সাকিব। এনামুল হককে সঙ্গী করে ‘নতুন’ ওপেনারের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ৩ রান করে বিদায় নেন সাকিব। প্যাভিলিয়নে ফেরার আগে অবশ্য অনন্য ডাবলের (৩৫০ উইকেট ও ৫ হাজার রান) মাইলফলক স্পর্শ করেন। তার আগে অবশ্য রান আউটে কাটা পড়েন ওপেনার এনামুল (৬)।

মোস্তাফিজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানরা। আগের ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতায় যুক্ত হন অধিনায়ক মাহমুদউল্লাহ, ইমরুল, আরিফুলরা। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ইমরুল কায়েস। ২৬ বলে ৩ চারে ইমরুল তার ২১ রানের ইনিংসটি সাজান। আরিফুল (১৫), জহুরুল (১৪) ও শামীমের (১১) ব্যাটে ১৭.৫ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৮৬।

চট্টগ্রামের সেরা বোলার মোস্তাফিজ। ৩.৫ ওভারে ৫ রান খরচায় মোস্তাফিজের শিকার ৪ উইকেট। এছাড়া নাহিদুল ১৫ রানে ‍দুটি ও তাইজুল ৩০ রানে দুটি উইকেট শিকার করেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন