X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ড্রেসিংরুমে যেটা বলছি সেটা করতে পারছি না: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭

১ রান করে আউট মাহমুদউল্লাহ                                -বিসিবি টানা দুই ম্যাচ হার জেমকন খুলনার। মিনিস্টার রাজশাহীর বিপক্ষে হারের পর শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষেও হার মানতে হয়েছে। দুই ম্যাচেই হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। অথচ দল হিসেবে টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ দল খুলনা। তবে এমন হারের পেছনে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

শনিবার চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হারার পর সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ করতে পারছি না। ড্রেসিংরুমে যেটা বলছি সেটা করতে পারছি না। দল হিসেবে আমরা এখনও অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারবো।’ বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লোয়ার অর্ডারের ব্যাটিং জিতেছিল খুলনাকে। শেষ দুই ম্যাচে টপ অর্ডারের মতো লোয়ার অর্ডারও ব্যর্থ, তাই জেতা যায়নি। মাহমুদউল্লাহও তাই মনে করেন, ‘আমার মনে হয় শুরু থেকে আসল জিনিস হচ্ছে আমাদের লোয়ার ব্যাটিং অর্ডার। সেটা খুব ইতিবাচক ছিল। আজ আবারও আমরা ব্যর্থ হয়েছি পুরো ব্যাটিং বিভাগ হিসেবে।’  

অবশ্য টানা দুই ম্যাচ হারের পরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের স্পিন বিভাগ খুব ভালো করেছে, সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।’ শেষ দুটি ম্যাচ থেকে ভুলগুলো শুধরে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে চান মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় ভুলে যাওয়াটা সমাধান না। আমাদের মনে রাখতে হবে আমরা কী ভুল করেছি এবং চেষ্টা করতে হবে একই জিনিস আবার না করার। আমার মনে হয় উইকেট কিছুটা বোলারদের পক্ষে ছিল। কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছিল জেমকন খুলনাকে। জাতীয় দলে দীর্ঘদিন খেলা বেশ কয়েক জন ক্রিকেটার আছেন দলটিতে। তবে টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বিগ বাজেটের দলটি।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন