X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘রিয়ালের দুঃখ’ হ্যাজার্ড আবার মাঠের বাইরে

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ২৩:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২৩:৪৭

আবার চোট হ্যাজার্ডের                                     -রিয়াল মাদ্রিদ আলাভেজের কাছে ২-১ গোলে হারের পাশে এডেন হ্যাজার্ডের চোট। নিজেদের মাঠে গত শনিবারের সন্ধ্যাটা দুঃস্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। ম্যাচের ২৮ মিনিটের সময় পায়ে চোট পেয়ে উঠে যেতে হয়েছিল হ্যাজার্ডকে। চোটটা যে খুব সাধারণ নয় সেটি বুঝতে পেরেছিলেন বেলজিয়ান উইঙ্গার। রবিবার আলট্রাসাউন্ড পরীক্ষায় সেরকম কিছু ধরা পড়েনি। তাই সোমবার এমআরআই স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়েছে ডান উরুর রেকটাস ফেমোরিস পেশিতে চোট। এ থেকে সেরে উঠতে কম করে হলেও তিন সপ্তাহ সময় লাগবে। ২০১৯ সালের গ্রীষ্মে চেলসি থেকে রিয়ালে সাইন করার পর এই নিয়ে সাতবার চোটে পড়লেন হ্যাজার্ড।

এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে চারটি ম্যাচ তাকে ঘরে বসে দেখতে হবে দর্শকের চোখে। এই ম্যাচগুলো হলো চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের সঙ্গে মঙ্গলবার (অ্যাওয়ে), শনিবার লা লিগায় সেভিয়ার সঙ্গে (অ্যাওয়ে), ৯ ডিসেম্বর বরুসিয়া ম’গ্ল্যাডবাখের সঙ্গে এবং আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১২ ডিসেম্বর।

এই চার ম্যাচে হ্যাজার্ডকে না পাওয়ায়  বড় মাশুল গুনতে হতে পারে স্পেনের চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগে ১৩ বারের শিরোপাজয়ীদের। কারণ এই চোটে পড়ার আগে তার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল হারিয়েছে ভিয়ারিয়াল ও ইন্টারমিলানকে। টানা তৃতীয় ম্যাচে প্রথম একাদশে নেমে অ্যালাভেজের সঙ্গেও শুরুটা করেছিলেন দারুণ। কিন্তু কে জানতো এ ম্যাচেই আবার দুষ্টগ্রহের মতো তাকে পেয়ে বসবে চোট!

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের প্রধান চিকিৎসক ডাঃ ক্রিস ফন ক্রমব্রুজের মতে বারবার চোটে পড়ে যে মানসিক ধকল যাচ্ছে হ্যাজার্ডের, সেটাই আবার নতুন করে তার চোটে পড়ার কারণ হচ্ছে।

এর আগে চোট থেকে লম্বা সময় পর ফিরেও সপ্তাহ দুয়েক হ্যাজার্ড খেলতে পারেননি কোভিড-১৯- এ আক্রান্ত হওয়ায়। সবকিছু মিলিয়েই রিয়াল মাদ্রিদে ভাগ্যটা ভালো যাচ্ছে  হ্যাজার্ডের। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পর চেলসি থেকে তাকে আনার জন্য রিয়াল মাদ্রিদ ছিল উদ্বাহু। পছন্দের এই খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবেই রোনালদোর অভাবটা ঘুচিয়ে দেবেন বলে ভেবেছিলেন কোচ জিনেদিন জিদান। কিন্তু চোট বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বেলজিয়ান ফরোয়ার্ডের সামনে।   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক