X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড মালানের

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

ডেভিড মালান। ছবি: ইসিবি টুইটার সিংহাসনে বসে আছেন আগে থেকেই। এবার তাতে নতুন প্রাপ্তি যোগ করলেন ডেভিড মালান। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। কুড়ি ওভারের র‌্যাঙ্কিং চালু হওয়ার পর কেবল অ্যারন ফিঞ্চই ৯০০ রেটিং ‍পয়েন্টের ঘর পেরোতে পেরেছেন। এবার তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন মালান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৪৭ বলের ইনিংসে ১১ চার ও ৫ ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু তা-ই নয়, তিন ম্যাচের সিরিজে ১৭৩ রান করে দলকে এনে দিয়েছেন ৩-০ ব্যবধানের জয়।

দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ সময় কাটানো মালান আগে থেকেই ছিলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষে আইসিসির প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে তার পয়েন্ট ৯১৫। এটাই কুড়ি ওভারের ব্যাটিংয়ে সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০১৮ সালের জুলাইয়ে ফিঞ্চ প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ পয়েন্ট অর্জন করেছিলেন।

মালান এখন দ্বিতীয় স্থানে থাকা বাবর আজম থেকে এগিয়ে গেলেন ৪৪ পয়েন্টে। গত সেপ্টেম্বরে এই পাকিস্তানি ব্যাটসম্যানকে পেছনে ফেলেই শীর্ষে বসেছেন তিনি। মালানের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০তে সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে টপকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বসেছে ইংল্যান্ড।

তার সতীর্থ জস বাটলার ৭ ধাপ এগিয়ে বসেছেন ২১তম স্থানে। দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডের ডুসেন ফর্ম ধরে রেখেছেন। তিন ম্যাচের সিরিজে ১৩৬ রান করে ১৭ ধাপ এগিয়ে বসেছেন ক্যারিয়ারসেরা পঞ্চম স্থানে। ফর্মে ফেরা ফাফ ডু প্লেসি ১২১ রান করে ঢুকে পড়েছেন শীর্ষ ২০-এ।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে বাংলাদেশের প্রতিনিধি মাত্র একজন। লিটন দাস রয়েছেন ২০ নম্বরে। এরপর মাহমুদউল্লাহ, ৩০ নম্বরে।  মোহাম্মদ নাঈম ৪০, সৌম্য সরকার ৪২, তামিম ইকবাল ৪৭ ও মুশফিকুর রহিম রয়েছেন ৫৬ নম্বরে।

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতের সবাই স্পিনার। আদিল রশিদ ৭০০ পয়েন্টের ঘরে ফিরে জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। ক্যারিয়ারসেরা তৃতীয় স্থান থেকে মাত্র একধাপ পিছিয়ে তিনি। শীর্ষে রয়েছেন রশিদ খান। আর বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান, আছেন ২০ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানেই আছেন সাকিব। শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা