X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্তুষ্ট পর্যবেক্ষক দল, এখন উইন্ডিজ বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৮

শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের পর্যবেক্ষক দল দীর্ঘ বিরতির পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং প্রস্তাবিত দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল। সবকিছু দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে আজ (বুধবার) বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘উনারা (পর্যবেক্ষক দল) ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যু পরিদর্শন করেছেন। আমি যতটুকু বলতে পারি, তারা অত্যন্ত সন্তুষ্ট আমাদের ব্যবস্থাপনায়। তারা হাসপাতাল, হোটেল, ভেন্যু- সবই দেখেছেন। লিভিং কন্ডিশন কেমন হবে, সিকিউরিটি কেমন হবে, সিকিউরিটি সাইডেও উনারা ব্রিফ করেছেন। উনারা সন্তুষ্ট। ওয়েস্ট ইন্ডিজে ফিরে গিয়ে রিপোর্ট করবেন। এবং তারা মনে করছেন, তারা সবকিছুই পজিটিভ এখান থেকে দেখে গেছেন, সিদ্ধান্ত নেবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।’

বাংলাদেশ সফরে ক্যারিবিয়ানদের তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। ফলে প্রস্তাবিত দুটি ভেন্যু মিরপুর ও চট্টগ্রামের সব সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে অতিথিরা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। গত শনিবার তারা ঢাকায় আসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে বুধবার তারা আসেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মিরপুরের একাডেমি মাঠ, ইনডোর, ড্রেসিংরুম, জিমনেশিয়ামের পাশাপাশি সব অবকাঠামো দেখেন তারা। এছাড়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালও পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে আছেন ড. আকশাই মানসিং ও পল স্লোওয়ে। আকশাই মানসিং আইসিসি ও ক্রিকেট উইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য, একই সঙ্গে বোর্ড পরিচালকও। পল হলেন দলের নিরাপত্তা ম্যানেজার।  বৃহস্পতিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে। তাদের জমা দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বুধবার সন্ধ্যায় আকশাই মানসিং বলেছেন, ‘আমরা এখানে আসার আগে বেশ কিছু মিটিং করেছি এবং বিসিবির প্রোটোকল সম্পর্কে শুনেছি, যা অত্যন্ত প্রশংসনীয়। বিসিবি আমাদেরকে প্রোটোকলসমূহের যে বর্ণনা দিয়েছে, সেগুলো অসাধারণ আইডিয়া। যেহেতু আমাদের আসার আগে তাদের দুটি টুর্নামেন্ট হয়েছে এবং একটি চলমান, সুতরাং জৈব সুরক্ষা বলয় তৈরি করতে তারা অভ্যস্ত।’

এরপর যোগ করলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামে আমরা যা দেখেছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ, কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট ও নিখুঁত। যে হাসপাতাল ও হোটেলগুলোয় আমরা গিয়েছি, সেগুলো কোভিড-১৯-এর জন্য সুপারিশ করা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি। এখন আমাদের পর্যবেক্ষণগুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অব ডাইরেক্টরসের কাছে উপস্থাপন করতে হবে। কিন্তু আমরা খুবই আত্মবিশ্বাসী। বিশ্বের যেকোনও জায়গার আয়োজনের চেয়ে বাংলাদেশের আয়োজনও দুর্দান্ত। এখন পর্যন্ত আমরা খুবই খুশি।’

পর্যবেক্ষণ দলের নিরাপত্তা ম্যানেজার পল স্লোওয়ে বলেছেন, ‘আমার প্রাথমিক কাজ ছিল প্রস্তাবিত সিরিজটির নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা। আমাদের কাছে উপস্থাপিত নিরাপত্তা পরিকল্পনা ও প্রোটোকলগুলো খুবই সন্তোষজনক। আমার কোনও সন্দেহ নেই যে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমি পুরো আয়োজনের ওপর অত্যন্ত খুশি; এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু থেকে ম্যাচের ভেন্যু- সবকিছু নিয়ে।’

পল মনে করেন, করোনা পরিস্থিতিতে বিসিবি খুব ভালো করেই আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারবে, ‘আমি ২০১৬ সালে বাংলাদেশে এসেছিলাম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়। আমি বিশ্বাস করি বিসিবির সেই সক্ষমতা আছে একটি আন্তর্জাতিক সিরিজের আয়োজন করার। আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কাছে আমাদের ইতিবাচক রিপোর্ট পেশ করবো। সফর নিশ্চিত হলে আমি আরেকবার বাংলাদেশে আসবো প্রোটোকলগুলো মানা হচ্ছে কিনা সেটি যাচাই করতে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা