X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৭৫০ গোল করে প্রতিপক্ষদেরও ধন্যবাদ দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১১:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:২৫

৭৫০ গোল করে প্রতিপক্ষদেরও ধন্যবাদ দিলেন রোনালদো করোনাভাইরাস থাবা না বসালে হয়তো আগেই হয়ে যেত। প্রাণঘাতী ভাইরাসের কারণে যে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি তার। বরাবরই ক্ষুধার্ত ক্রিস্টিয়ানো রোনালদো সুস্থ হয়ে ফিরে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর। গোলের পর গোল করে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন নিজেকে। বুধবার রাতেই যেমন আরেকটি নতুন কীর্তি গড়লেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের জালে একবার বল জড়িয়ে ছুঁয়েছেন ৭৫০ গোলের মাইলফলক।

ম্যাচটি জিতেছে জুভেন্টাস ৩-০ ব্যবধানে। ৫৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। আর এই লক্ষ্যভেদেই নতুন উচ্চতায় উঠে গেছেন পর্তুগিজ উইঙ্গার। গোলের নতুন মাইলফলক ছোঁয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ ও সতীর্থদের সঙ্গে ‘বিশ্বস্ত’ প্রতিপক্ষদেরও ধন্যবাদ জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এ নিয়ে করলেন ৭৫ গোল। এর আগে মাদ্রিদের ক্লাবটিতে করে এসেছেন ৪৫০ গোল। লস ব্লাঙ্কোদের জার্সিতে এই মাইলফলক ছুঁতে ৩৫ বছর বয়সী তারকার লেগেছিল মোটে ৪৩৮ ম্যাচ। ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফারে রিয়ালে নাম লিখিয়েছিলেন রোনালদো, ইংলিশ ক্লাবটিতে আছে তার ১১৮ গোল।

কিছুদিন আগেই ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন রোনালদো। এর আগে যেটি করেছিলেন কেবল ইরানের আলি দাইয়ি। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে গোলের বৃষ্টি ঝরিয়ে পৌঁছে গেছেন তিনি ৭৫০-এ।

করোনায় আক্রান্ত না হলে আগেই হয়তো পৌঁছে যেতে পারতেন। বেশ কয়েকটি ম্যাচ মিস করার পর ফিরে অবশ্য চেনা রূপেই আছেন রোনালদো। চলতি মৌসুমে সিরি ‘আ’র ৪ ম্যাচে করেছেন ৮ গোল। কিয়েভের বিপক্ষে গোলটি অবশ্য এবারের চ্যাম্পিয়নস লিগে তার দ্বিতীয়।

ইউক্রেনিয়ান ক্লাবটির বিপক্ষে একবার জাল খুঁজে পেয়ে মাইলফলক ছোঁয়া রোনালদো ধন্যবাদ জানিয়েছেন তার সতীর্থ ও কোচদের, যাদের অধীনে খেলেছেন তিনি। একই সঙ্গে প্রতিপক্ষদেরও ধন্যবাদ জানিয়েছেন টুইটার পোস্টে, ‘৭৫০ গোল, ৭৫০টি সুন্দর মুহূর্ত, ৭৫০বার সমর্থকদের মুখে হাসি। ধন্যবাদ সব খেলোয়াড় ও কোচদের, যারা এই চমৎকার সংখ্যায় পৌঁছাতে আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বস্ত প্রতিপক্ষদের, যারা আমাকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম থেকে কঠোর পরিশ্রম করিয়েছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা