X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সবদিক দিয়েই এটি অসাধারণ জয়: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৬

জেমকন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ                                     -বিসিবি শক্তিশালী দল গড়েও ঠিক মনের মতো পারফরম্যান্স হচ্ছিল না জেমকন খুলনার। কিন্তু শুক্রবার আগের চার ম্যাচের পারফরম্যান্সে ভুলিয়ে দিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত দেখা গেল খুলনাকে। তাই তো ফরচুন বরিশালের বিপক্ষে ৪৮ রানের জয়টাকে সবদিক দিয়েই অসাধারণ বললেন মাহমুদউল্লাহ। শুক্রবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে জেমকন খুলনা অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয়। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। পুরো পারফরম্যান্সে দলীয় সমন্বয় খুব ভালো ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।’

টুর্নামেন্টে প্রথম সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন জাকির হাসান। শুক্রবার বরিশালের বিপক্ষে নিয়মিত ওপেনার এনামুলকে বিশ্রাম দিয়ে তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। সুযোগটা দুই হাতে লুফে নিয়েছেন জাকির, ৪২ বলে ৬৩ রানের দারুণ একটা ইনিংস খেলে ম্যাচ সেরারা পুরস্কারই জিতে নিয়েছেন।

জাকিরের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি মাহমুদউল্লাহ, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে সে (জাকির) নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটু বিশ্রাম দিই, যাতে সে পুরোনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরনের পরিবেশে। ’ দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে সঙ্গী করে ৯০ রানের জুটি গড়েছেন জাকির। ইমরুল ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ৩৭ রান।

এই জুটিটাই শেষে আক্রমণাত্মক খেলতে সুবিধা করে দিয়েছে বলে মনে করেন খুলনার অধিনায়ক, ‘আমি মনে করি ইমরুলের অভিজ্ঞতা আমাদের বাড়তি পাওয়া। এই (ইমরুল-জাকির) পার্টনারশিপে সে খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলেছে। তাই জাকির হাত খুলে খেলতে পেরেছে। আমাদের জন্য এটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। যে জন্য আমরা শেষদিকে উইকেট হাতে রেখে বড় শট খেলার সুবিধাটা নিতে পেরেছি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা