X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘কাতারে বাংলাদেশের হারানোর কিছু নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৮

কঠিন পরীক্ষায় নামার প্রস্তুতিতে বাংলাদেশ দল আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কাতারের মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ কঠিন হলেও দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামের ম্যাচে পয়েন্টে চোখ রাখছে জামাল ভূঁইয়ারা। তবে কাজটি যে কঠিন, সেটা বলার অপেক্ষা রাখে না। একসময় জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানো সাইফুল বারী টিটুই যেমন বলছেন, এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সামনে বাংলাদেশ।

ঢাকার ম্যাচে ভালো খেলেও কাতারের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল জেমি ডের দলের। তবে অ্যাওয়ে ম্যাচে আগের পারফরম্যান্স করে দেখানোটা কঠিনই হবে। টিটুর বিশ্লেষণ, ‘কাতারকে যখন আমাদের মাঠে পেয়েছিলাম, ওই কাতার আর এই কাতারকে মেলানো যাবে না। এখন ওরা ওদের মাঠে খেলবে। তাই ম্যাচটি আলাদা হবে। সেই ম্যাচটি খেলেছি অনেকদিন হয়ে গেছে। ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। এটাই বড় বিষয়।’

ফিফা র‌্যাংঙ্কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারের বিপক্ষে যতটা ক্ষতি কম হয়, মানে যতটা কম গোল হজম করা যায়, সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ডিফেন্ডার, ‘এখানে ভয় পাওয়ার কিছু নেই। সর্বোচ্চটা দিয়ে খেলে যদি ক্ষতি কম হয় তাহলে খারাপ কী? বাংলাদেশের হারানোর কিছু নেই। খেলতে তো হবে।’

এই ম্যাচে চারটি দিক নিয়ে সতর্ক থাকার পরামর্শ তার- টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিটনেস ও সাইকোলজিক্যাল। টিটুর ভাষায়, ‘কঠিন ম্যাচ হবে নিঃসন্দেহে। ওদেরও কোভিডের কারণে সমস্যা হওয়ার কথা। তবে বাংলাদেশের চেয়ে কম হবে। আমাদের লক্ষ্য থাকবে সবদিক দিয়ে সজাগ থাকা। ওরা আমাদের হাফে প্রেসিং করে খেলতে চাইবে। সেই জায়গায় আমাদের কাজ করে দেখাতে হবে। ভুল করলেই বিপদ।’

কাতার এমনিতে এশিয়ার চ্যাম্পিয়ন। তার ওপর তাদের ফুটবল দক্ষতাও অনেক ওপরে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দলটি প্রীতি ম্যাচ খেলেছে দক্ষিণ কোরিয়া ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ খেলেছে নেপালের বিপক্ষে। প্রীতি ম্যাচের প্রতিপক্ষের পার্থক্যটাই সামনে আনলেন টিটু, ‘ওরা খেলেছে কোরিয়ার বিপক্ষে। আমরা নেপালের বিপক্ষে। এখানেই তো পার্থক্য পরিষ্কার। কাতার বল নিয়ে আসবে আমাদের হাফে। তবে ডিফেন্সের লাইনে কোনও ফাঁক রাখা যাবে না। জমাট রাখতে হবে। ওদের কোনও সুযোগ দেওয়া চলবে না। সেটা সামনের দিকেও। ডিফেন্স ও মিডফিল্ড যত ক্লোজ রাখা যায়, তত ভালো।’

সুযোগ পেলেই কাতার ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই টিটুর পরামর্শ, ‘নেপালের বিপক্ষে দেখা গেছে ডিফেন্স থেকে মধ্যমাঠ পর্যন্ত অনেক সুযোগ করে দেওয়া হয়েছিল। সেটা কাতারের বিপক্ষে করলে ওরা খুন করে ফেলবে। ডিফেন্সে লাইন তৈরি করলেই তো হবে না। ওরা তো মুভ করবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এই জন্য ট্যাকটিক্যালিও ভালো হতে হবে।’

আক্রমণভাবে বাংলাদেশের কী করণীয়, সেটিও জানালেন এই কোচ, ‘আমাদের ফিটনেস লেভেল কাতারের মতো থাকবে না। তবে বল আমাদের পায়ে বেশি থাকলে ক্লান্ত কম থাকবো। না থাকলে বেশি দৌড়াতে হবে। ভারত  গোলকিপার গুরুপ্রিতের কারণে রক্ষা পেয়েছে। ভারত কিন্তু কাতারের সীমানায় গেছে। এখন আমরা যদি  কাতারের হাফে যেতে পারি, তাহলে ওরা কিছুটা ক্লান্ত থাকবে। তবে এটা কঠিন কাজ হবে। তাই সব মিলিয়ে কঠিন ম্যাচই অপেক্ষা করছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া