X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের ‘কনকাশান বদলি’র কাছে হারলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

নিজের শেষ বলেও উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল                         - আইসিসি প্রথম দুই ওয়ানডেতে বিশাল ব্যবধানে পরাজিত ভারত এবার অস্ট্রেলিয়া সফরে বিধ্বস্ত হতে চলেছে-এমন একটা ভাবনা যখন ছড়িয়ে পড়তে শুরু করেছে তখনই তাদের ঘুরে দাঁড়ানো। তৃতীয় ওয়ানডেতে ১৩ রানে জেতা বিরাট কোহলির দল টি-টোয়েন্টি সিরিজটাই শুরু করলো জয় দিয়ে। ক্যানবেরার মানুকা ওভাল যেন সৌভাগ্যের দুয়ার খুলে দিল ভারতের সামনে। ভারতের আজ শুক্রবার ম্যাচটি জিতলো ১১ রানে।

টসে হেরে ভারতকে প্রথমে নামতে হয় ব্যাটিংয়ে। ৭ উইকেটে ১৬১ রান করে তারা। জবাবে অস্ট্রেলিয়াও হারায় ৭ উইকেটে, কিন্তু তারা যেতে পারে ১৫০ রান পর্যন্ত।

ভারতের জয়ের পেছনে সবচেয়ে বড় হয়ে উঠেছে দুটি নাম। মাথায় আঘাত যিনি পেয়েছেন সেই রবীন্দ্র জাদেজা, আর তার ‘কনাকাশান সাব’ হিসেবে যিনি বোলিং করেছেন সেই যুজবেন্দ্র চাহাল। চাহালের লেগস্পিনেই আসলে আসল আঘাতটা পেয়েছে অস্ট্রেলিয়া। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন, চাহালকেই ম্যাচের সেরা হিসেবে বেছে নিয়েছেন ম্যাচ অ্যাজুডিকেটর। তবে জয়ের পেছনে জাদেজার অবদানও কম নয়। তার ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংসটির কারণেই ভারত ১৬১ রান করতে পেরেছে। ওয়াশিংটন সুন্দরের সামান্য সহযোগিতা নিয়ে শেষ ১৭ বলে ৪৭ রান যোগ করেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। অবশ্য ভারতীয় ইনিংসের ভিত্তি ওপেনার কেএল রাহুলের ৪০ বলে ৫১ রানের ইনিংসটি। আইপিএলের ফর্মই যেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে অনুবাদ করতে শুরু করলেন রাহুল।

মিচেল স্টার্কের করা শেষ ওভারের দ্বিতীয় বলটি ব্যাটের কানা ছুঁয়ে হেলমেটে আঘাত করে ব্যাকওয়ার্ড পয়েন্টে যায়, সেখানে তার ক্যাচ ফেলে দেন মোইজেস হেনরিকেস। চতুর্থ বলে আউট ওয়াশিংটন সুন্দর। শেষ তিন বলে দুটি চারসহ নেন ৯ রান। তখন অবশ্য মাঠে কনকাশান পরীক্ষা হয়নি জাদেজার। পরে ফিল্ডিংয়ের সময় তারা ‘কনকাশান সাব’ চায় এবং তাদের সে আবেদনে সাড়া দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ‘কনকাশান বদলি’ হিসেবে মাঠে নেমেই অস্ট্রেলিয়ার কপাল পোড়ান চাহাল।

তবে শুধু চাহালই নন, দুর্দান্ত বোলিং করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত বাঁহাতি পেসার টি নটরাজনও। ৩০ রানে তারও শিকার ৩ উইকেট। একটি উইকেট নিয়েছেন দীপক চাহার।

৭.৪ ওভারে ৫৬ রান তুলে নেওয়া অস্টেলিয়া ম্যাচ কেড়ে নেওয়ার হুমকি দিতে শুরু করলেই আবির্ভাব চাহালের। প্রথমে ফেরান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (২৬ বলে ৩৫), এরপর স্মিথকে আউট করে রানের গতিটা কমিয়ে দেন। তারপর চাহাল, নটরাজন ও চাহার মিলে থামিয়ে দেন অস্ট্রেলিয়াকে।  

এ নিয়ে টানা ৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতলো ভারত। আগামী পরশু এসসিজিতে তারা নামবে টানা জয়ের সংখ্যা দুই অঙ্কে তুলে নিতে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬১/৭(রাহুল ৫১, জাদেজা ৪৪*, স্যামসন ২৩, পান্ডিয়া ১৬, হেনরিকেস ৩/২২, স্টার্ক ২/৩৪) ও অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫০/৭ (ফিঞ্চ ৩৫, ডি আর্চি শট ৩৪, হেনরিকেস ৩০, চাহাল ৩/২৫, নটরাজন ৩/৩০)

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি