X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে কাতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৪


ম্যাচের শুরুতেই আক্রমণ গড়ে খেলেছে কাতার।

ম্যাচের আগে থেকেই বলা হচ্ছিল বাংলাদেশের লড়াইটা অসম প্রতিপক্ষের বিপক্ষে। প্রথমার্ধেই তার ঝলক দেখা গেলো। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমার্ধেই কাতারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গেছে জামাল ভূঁইয়ারা। আশা ছিল অন্তত সাধ্য মতো লড়াই হবে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।

শুক্রবার দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এই ম্যাচে দুই অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই গোলকিপার আশরাফুল ইসলাম রানা ও স্ট্রাইকার নাবীব নেওয়া জীবন। তাদের জায়গায় তেকাঠির নিচে ছিলেন আনিসুর রহমান জিকো ও নম্বর নাইন হিসেবে মাহবুবুর রহমান সুফিল। তাতেও রোখা যায়নি কাতারকে। উল্টো
প্রথমার্ধের শুরু থেকে স্বাগতিকরা চেপে ধরে বাংলাদেশকে। একের পর এক আক্রমণ গড়ে তটস্থ করে রাখে তপু-রিয়াদুলদের। মূলত খেলা হয়েছে বাংলাদেশ অর্ধেই। শারীরিক দিক দিয়ে শুধু নয়, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিয়েও যে তারা অনেক এগিয়ে, মাঠে তা আবারও প্রমাণিত।

হবে না কেন? ফিফা র‌্যাঙ্কিয়ে ১২৫ ব্যবধানে এগিয়ে থাকা দলটি শক্তিতে অনেক এগিয়ে। তাই আক্রমণ শাণিয়েছে ম্যাচের শুরু থেকে। তবে বাম দিক দিয়ে ফরোয়ার্ড আকরাম হাসান আফিফ ছিলেন অনন্য। শুরুতে তার ক্রস থেকে আহমেদ আলাদিনের হেড বারের নিচে লেগে প্রতিহত হয়েছে। তবে ৯ মিনিটে কাতার লক্ষ্যভেদ করে এগিয়ে গেছে ঠিকই। সতীর্থের কাটব্যাক থেকে মিডফিল্ডার আব্দেল আজিজের শট বাংলাদেশের এক ডিফেন্ডারের শরীরে লেগে দিক পরিবর্তন করে জড়ায় জালে। বার বার আক্রমণে ওঠা কাতার ৩১ মিনিটেও চেষ্টা করেছিল আবার। কিন্তু আকরাম হাসান আফিফের শট কোনমতে রুখে দিয়েছেন গোলকিপার জিকো। দুই মিনিট পর অবশ্য কাতার নিজেদের মুন্সিয়ানা দেখিয়ে ব্যবধান করে নেয় ২-০। সেই আকরাম হাসান আফিফ জায়গা তৈরি করে বক্সের প্রান্ত থেকে কোনাকুনি শটে জড়িয়ে দেন বল।

বিরতিতে যাওয়ার আগেও কাতারের আক্রমণ ছিল অব্যাহত। তবে আর ব্যবধান বাড়তে দেয়নি বাংলাদেশ। বিপরীতে জামাল-সুফিলরা প্রতি আক্রমণে উঠে একাধিকবার স্বাগতিকদের সীমানায় বল নিয়ে গেলেও তাদের সেভাবে কোনও সুযোগ দেয়নি স্বাগতিকরা।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো,রহমত মিয়া,তপু বর্মণ,রিয়াদুল হাসান,বিশ্বনাথ ঘোষ,জামাল ভূঁইয়া,সোহেল রানা,বিপলু আহমেদ,সাদ উদ্দিন,মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা