X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বলের আঘাতে সিরিজ শেষ জাদেজার

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৩৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫২

বলের আঘাত লাগে রবীন্দ্র জাদেজার হেলমেটে ব্যাট ছুঁয়ে বল আঘাত করলো হেলমেটে। এরপরও ব্যাটিং চালিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। দারুণ এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার পর দেখা গেল অন্য দৃশ্য- ফিল্ডিংয়ে আর নামছেন না এই অলরাউন্ডার। তার ‘কনকাশন-সাব’ হয়ে নেমে গেলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। আঘাত পাওয়ায় জাদেজাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না ভারত্। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে তাকে।

ঘটনাটা অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টি-টোয়েন্টিতে। ক্যানবেরার ম্যাচে মিচেল স্টার্কের একটি ডেলিভারি জাদেজার ব্যাট ছুঁয়ে এসে আঘাত করে হেলমেটে। যদিও কোনোরকম অস্বস্তি ছাড়া ব্যাটিং করে গেছেন জাদেজা। কিন্তু বোলিং ইনিংসে ‘কনকাশন-সাব’-এর সুবিধা নিয়ে ভারত তার বদলি হিসেবে নামায় চাহালকে। ভারতীয় দলের চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্যাটিং শেষ করে ড্রেসিং রুমে যাওয়ার পর জাদেজার কনকাশন ধরা পড়ে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনে শনিবার আরেকটি স্ক্যান করা হবে জাদেজার।

জাদেজার জায়গায় বাকি দুই টি-টোয়েন্টির স্কোয়াডে ভারত যোগ করেছে শারদূর ঠাকুরকে। এই পেসার ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও ছিলেন না কুড়ি ওভারের সিরিজে।

এদিকে জাদেজার বদলি হয়ে বোলিংয়ে নেমে জাদু দেখিয়েছেন চাহাল। তার ২৫ রানে ৩ উইকেট প্রাপ্তির দুর্দান্ত বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত, আর চাহাল নিজে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তাতে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে জায়গা অনেকটাই পাকাপোক্ত করেই রেখেছেন এই স্পিনার।

জাদেজাকে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে রাখলেও টেস্ট সিরিজের ব্যাপারে কিছু জানায়নি ভারত। ১৭ ডিসেম্বর শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা