X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের সঙ্গে বোলিং উপভোগ করছেন শরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৬:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩

গাজী গ্রুপ চট্টগ্রামের দুই পেসার শরিফুল (বাঁয়ে) ও মোস্তাফিজ                   -বিসিবি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুল ইসলাম। প্রতিভাবান এই পেসার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন মোস্তাফিজুর রহমানকে। দুই প্রান্ত থেকে এই দুই পেসার প্রতিপক্ষকে চেপে ধরছেন নিয়মিতই। দল হিসেবে তাই তো চট্টগ্রাম চার ম্যাচের চারটিতে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

জাতীয় দলের পেসার মোস্তাফিজের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ১৯ বছর বয়সী পেসার, ‘মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বোলিং করাটা খুবই উপভোগ করছি। উনি সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে কিংবা অনেক সময় প্রতি বলের আগে আমাকে ভালো পরামর্শ দেন। দুইজনের মধ্যেই ভালো একটা কম্পিটিশন চলছে। ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়, উনি সবকিছু বলেন। কোন পরিস্থিতিতে কিভাবে বোলিং করতে হবে সেগুলো জানতে পারছি। সবমিলিয়ে দারুণ লাগে অনেক সঙ্গে বোলিং করতে।’

চট্টগ্রামের জার্সিতে দুর্দান্ত বোলিং করে চলছেন শরিফুল। বিশেষ করে নতুন বলে বোলিং করে শুরুতেই ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছেন। টুর্নামেন্টের চার ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন। নিজের বোলিংয়ের ব্যাপারে শরিফুল  বলেছেন, ‘নতুন বলে বল করা খুবই উপভোগ করছি। কারণ সব পেস বোলারই চায় নতুন বলে বল করতে। এছাড়া পেস বোলাররা আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করে। আমি নতুন বলে সেই সুযোগটা পাচ্ছি বলে ভালো অনুভূতি হচ্ছে।’  এ বছরের শুরুর দিকে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ডানহাতি এই পেসারের আগ্রাসন দেখেছে ক্রিকেট বিশ্ব। পেসারদের আগ্রাসী মনোভাব ম্যাচে প্রভাব ফেলে বলে মনে করেন শরিফুল, ‘আক্রমণাত্মক ভাবটা ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলে। আমার এ অভ্যাসটা ছোটবেলা থেকে এমনিতেই চলে এসেছে। এর জন্য বিশেষ কোনও পরিকল্পনা থাকে না।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা