X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সামনে বড় তিন প্রস্তুতি ম্যাচ, সালাউদ্দিন চান ৬ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:৩৯

কাজী সালাউদ্দিন                                  -বাফুফে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলেছে নেপালের সঙ্গে। অথচ কোচ জেমি ডে আরও শক্তিশালী প্রতিপক্ষ চেয়েছিলেন। কিন্তু নানা কারণে বড় দলের সঙ্গে ম্যাচ আয়োজন করা যায়নি। এবার কাতারের কাছে ৫-০ গোলে হেরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিছুটা নড়েচড়ে বসেছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে আরও তিনটি ম্যাচ খেলতে হবে আগামী বছর। তার আগে বাংলাদেশ দল যাতে শক্তিশালী দলের বিপক্ষে অন্তত একটি করে ম্যাচ খেলতে পারে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আর সেজন্য প্রতিটি ম্যাচের আগে দরকার দুই কোটি টাকা।

শনিবার কাজী সালাউদ্দিন বাফুফে কার্যালয়ে বসে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাছাইয়ে আমার আর তিনটি খেলা আছে। তিনটি খেলার প্রতিটার আগে আমি চার সপ্তাহের ট্রেনিং চাই। দুই সপ্তাহ ফিজিক্যাল ট্রেনিং, দুই সপ্তাহ ম্যাচ খেলবো। আমার টার্গেট হলো এই দুই সপ্তাহে আমি ম্যাচ খেলবো মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে….শক্তিশালী দলগুলোর সঙ্গে।’ এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সালাউদ্দিন সেটা জানেন,‘এক একটা ম্যাচ খেলতে আমি দেখেছি বাজেট লাগে দুই কোটি টাকা। তো তিনটা ম্যাচ খেলতে আমার ছয় কোটি টাকা লাগবে। এই ছয় কোটি টাকা আমাকে জোগাড় করতে হবে দ্রুত। তাহলে আমি খেলোয়াড়দের কাছে প্রেজেন্ট নিয়ে রেজাল্ট আদায় করতে পারি।’

শুধু তো তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কথা ভাবছেন না সালাউদ্দিন। তার ভাবনায় বছরব্যাপী উন্নয়ন ভাবনা। আর সেজন্য  ৪০ থেকে ৫০ কোটি টাকার প্রয়োজন বলে সালাউদ্দিন জানালেন, ‘৪০-৫০ কোটি টাকা দরকার বছরে। যদি জাতীয় দলকে একটা পর্যায়ে নিতে চান। এগুলো সরকারের কাছ থেকে পেলে কয়েক বছরের মধ্যে মুখ উজ্জ্বল করতে পারবো। এই খেলাটায় (কাতারের বিপক্ষে) আপনি ও আমি কেউ খুশি না। তবে খুশি হওয়ার জন্য তো কাজ করতে হবে। ফাইনাল সাপোর্ট সবার থেকে পেলে ভালো হবে।’  জাতীয় দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন। তার দৃষ্টিতে, ‘সমস্যা হলো ধারাবাহিকতা। আমি যখন অস্ট্রেলিয়ার কাছে হারলাম, তখন যদি ট্রেনিংটা ধারাবাহিক রাখতে পারতাম, তাহলে কাল প্রথমার্ধে যে দুটি গোল হয়েছে, ওই দুইটাই থাকতো। ধারাবাহিকতা থাকতে হবে। নেপালকে আনতে গিয়ে আমার বোর্ডের থেকে বাধা আসে,টাকা খরচ করা যাবে না। এটা ঠিক, কিন্তু এটা তো করতে হবে।’ এরপরই যোগ করেন,‘অস্ট্রেলিয়ার কাছে যখন ৪-০ গোলে হারলাম, তখন থেকে যদি অনুশীলনের ধারাবাহিকতা রাখতে পারতাম, তাহলে হয়তো ভিন্ন ফল দেখা যেত। আজকে আপনাদের কাছে ওয়াদা করলাম, যেভাবেই হোক এই ধারাবাহিকতা আমি রাখবো। যদি রাখতে না পারি, আমি আমার গোটা কমিটিকে বলবো পদত্যাগ করো। আমি সহ।’

সালাউদ্দিনের মতে ফুটবলকে এগিয়ে নিতে সবাইকেই দায়িত্ব নিতে হবে,‘ এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করুক বা যেখান থেকে হোক, সবাইকে দায়িত্ব নিতে হবে। কেননা আমরা একটা জাতি তৈরি করতে চাই। এবং ছেলেদেরকে দোষ দিলে হবে না, আপনাকে তাদের দিতেও হবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!