X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আত্মবিশ্বাসের কারণেই আরব আমিরাতের এমন জয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১

আকিব জাবেদপাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাবেদ বর্তমানে আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। ২২টি টেস্ট খেলা আকিব জাবেদ ২০১২ সালে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্বভার গ্রহণ করেন।
শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বাছাইপর্ব শুরু করেছেন এই কোচ। আর আত্মবিশ্বাসের কারণেই এমন জয় বলে দাবি করেছেন সাবেক এই ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিব জাবেদ বলেন, ‘বিশ্বকাপের পর কিছু ক্রিকেটার অবসরে গেছে। তখন নতুনদের নিয়ে এই সময়টা অনেক কঠিন গিয়েছে। গত কয়েক সপ্তাহ ছেলেরা অনেক বেশি পরিশ্রম করেছে। এই জয়টি পরিশ্রমের ফল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে সবার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আর এই আত্মবিশ্বাসই আজকে কাজে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আফগানিস্তানকে এভাবে হারানোটা ছেলেদের আরও ভালো খেলতে উৎসাহিত করবে। আমি নিশ্চিত এর মাধ্যমে ছেলেরা আরও আত্মবিশ্বাস পাবে। আন্তর্জাতিক ম্যাচে অনেক চাপ থাকে। সেই চাপ জয় করেই ভালো দল হয়ে উঠতে হয়। আশা করি আস্তে আস্তে আরব আমিরাত সেই চাপও জয় করবে।’

একসময়কার সতীর্থ ইনজামাম-উল-হকও বর্তমানে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। তিনি আফগানিস্তানের প্রধান কোচ। দুই সতীর্থই শুক্রবার কোচ হিসেবে মুখোমুখি হয়েছেন। বিষয়টি একদম পেশাদারী দৃষ্টিভঙ্গিতেই দেখছেন আকিব জাবেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনজি দারুণ একজন ক্রিকেটার এবং অধিনায়ক ছিলেন। এখন কোচ হিসেবে নামও করছে।’

টি-টোয়েন্টি ক্রিকেট প্রসঙ্গে বলতে গিয়ে আকিব জাবেদ বলেন, ‘মাঝে মাঝে পরিকল্পনা ঠিকমতো কাজ করে না।  বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট একদমই করে না। কেউ যদি প্রথম ৬ ওভারে খুব ভালো শুরু করে সেক্ষেত্রে বিপক্ষ দলের কিছুই করার থাকে না। এই ধরনের ম্যাচে দলের সবার পারফরম্যান্স করার প্রয়োজন হয় না। কয়েকজন মিলেই গেম পরিবর্তন করে দেওয়া যায়। বিশেষ করে এমন ফ্ল্যাট উইকেট এবং ব্যাটিং সহায়ক উইকেট হলেতো কথাই নেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন