X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে এগিয়ে ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৯:০১আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:০৬

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে এগিয়ে ৩ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক। সময়ের সঙ্গে রাজনৈতিক দলগুলোতেও বেড়েছে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব ও এর ব্যাপ্তি। আর এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি  ‘হাই-প্রোফাইল’ নাম উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে।

বিগত কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তিনি তার পদ ধরে রাখতে চান। তবে যত দূর জানা গেছে, এ পদে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাইমুর রহমান দূর্জয়, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও সাবেক জাতীয় তারকা ফুটবলার বাদল রায়-তিনজনই এগিয়ে আছেন। প্রধানমন্ত্রী এই তিনজন ক্রীড়া ব্যক্তিত্ব থেকেই একজনকে দলের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক বেছে নেবেন বলে শোনা যাচ্ছে।

দেওয়ান শফিউল আরেফিন টুটুল খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে মাঠে নেমে পড়ে মূলত ক্রিকেট নিয়েই কাজ করেছেন বেশি। বিগত তিনটি কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা টুটুল বলেছেন, ‘দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, দলকে ক্রীড়াঙ্গন থেকে সক্রিয় ও কার্যকরী সমর্থণ যে দেওয়া যায়, আমি তা করে দেখিয়েছি। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব অনেক, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল।’

বাদল রায় আশির দশকে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদেরের সঙ্গে  নির্বাচিত হয়েছিলেন।  তিনি ক্রীড়াঙ্গন ও দেশের জন্য কাজ করতে চান, ’খেলাধুলার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়। রাজনীতির মুখ্য উদ্দেশ্যও তাই, আমি বিশ্বাস করি  নেত্রী ও প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকেই মনোনীত করবেন।”

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন গত রবিবার ও মঙ্গলবার মিলে দুই দফায় আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৪৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি দলের সভাপতিমন্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে কার্যনির্বাহী কমিটির সদস্য  মনোনয়ন দেন। কার্যনির্বাহী কমিটির ২৮ জন সদস্য মনোনীত করতে আগামী শুক্রবার সভাপতিমন্ডলীর বৈঠক ডাকা হয়েছে।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?