X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অপেক্ষার প্রহর বাড়লো সাফওয়ানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৮:৩১আপডেট : ৩০ মে ২০১৮, ১৮:৩২

আল সাফওয়ান উদ্দিন মাস তিনেক আগের কথা। গত ফেব্রুয়ারিতে জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন আল সাফওয়ান উদ্দিন। ৬০ কেজি ওজনশ্রেণিতে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকেও দিয়েছিলেন এই প্রবাসী বক্সার। তখন থেকেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তার।

তবে শিগগিরই স্বপ্ন পূরণ হচ্ছে না সাফওয়ানের। আগামী ১৯ থেকে ২৫ জুন মঙ্গোলিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২৭ জুন থেকে ৬ জুলাই থাইল্যান্ডের কিংস কাপে অংশ নেবে বাংলাদেশ। দুই প্রতিযোগিতার জন্য ঘোষিত ট্রায়াল বা প্রাথমিক দলে সাফওয়ানের জায়গা হয়নি।

জাতীয় বক্সিংয়ে সাফল্যের পর থেকে বাংলাদেশ দলে ডাক পাওয়ার অপেক্ষায় ১৯ বছর বয়সী সাফওয়ান। কিন্তু আপাতত সে সম্ভাবনা নেই। সেজন্য তিনি ভীষণ হতাশ। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হলে সাফওয়ান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাতৃভূমির টানে দেশের হয়ে খেলতে চাই। বাংলাদেশের হয়ে পদক, বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয় আমার স্বপ্ন। কিন্তু অনেকবার বক্সিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ফেডারেশন আমার আহ্বানে সাড়াই দিচ্ছে না।’

বাংলাদেশ বক্সিং ফেডারেশন এখনই সাফওয়ানকে সুযোগ দিতে রাজি নয়। ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম তুহিন বলেছেন, ‘সাফওয়ান আগের কমিটির সময়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের কাছে তার পারফরম্যান্স আহামরি বলে মনে হয়নি। তাছাড়া তার বয়সও কম, তাই তাকে এখনই জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। ট্রায়ালের জন্য অনেক টাকা খরচ করে তাকে দেশে নিয়ে আসাও আমাদের পক্ষে সম্ভব নয়। তার মতো বক্সার বাংলাদেশেই আছে। তবে ভবিষ্যতে তাকে বিবেচনা করা হতে পারে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে