X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জন্মদিনে শেখ কামালকে স্মরণ আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ২১:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২২:১০

আবাহনী ক্লাবে শেখ কামালের স্মরণসভায় বক্তারা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ কামালের জন্মদিন ছিল রবিবার। জন্মদিনে প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশের জনপ্রিয় ক্লাবটি।

কোরআন তেলওয়াত, স্মরণসভা, মিলাদ মাহফিলের আয়োজনের মাঝে আবাহনী ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ, আবাহনীর পরিচালক কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ প্রমুখ।

শেখ কামালের স্মৃতিচারণ করে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগস্ট আমাদের জীবনে শোকের মাস। তবে ৫ আগস্ট আবাহনী লিমিটেড বা আবাহনী ক্লাবের জন্য আনন্দের দিন। কেননা এদিন শেখ কামালের জন্মদিন। শেখ কামাল ছিলেন ক্ষণজন্মা মানুষ, বিরল প্রতিভার অধিকারী। তিনি রাজনীতি, ক্রীড়াঙ্গন, সঙ্গীত জগত সহ সব জায়গায় সফল ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র হিসেবে তিনি অনেক কিছুই হতে পারতেন। কিন্তু তিনি মানুষের সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন।’

দেশের ক্রীড়াঙ্গনে আবাহনীর সাফল্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ফুটবলে ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন হয়েছি, ক্রিকেট লিগেও চ্যাম্পিয়ন হয়েছি। হকিতে শিরোপার কাছাকাছি গিয়ে অবশ্য পারিনি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীতে হকির শিরোপাও আসবে। শুধু পুরুষ নয়, আমাদের মহিলা দলও সাফল্য পেয়েছে। মহিলা ক্রিকেট লিগে গত বছর আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। আগামী বছরও যেন সফল হতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই।’

শেখ কামালকে ‘কিংবদন্তি’ উল্লেখ করে আবাহনীর অন্যতম পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালকে অনেক অল্প বয়সে আমরা হারিয়েছি। তাই এই দিনে তাকে স্মরণ করে মনখারাপ হয়ে যায় আমাদের। আমি নতুন প্রজন্মের মানুষ। আমি এই আবাহনী মাঠে খেলতে খেলতে বড় হয়েছি। আমার কাছে শেখ কামাল একজন কিংবদন্তি, তিনি আমার সব সময়ের অনুপ্রেরণা।’

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালক হারুনুর রশীদ বলেছেন, ‘আজ আনন্দের দিন, তবে এটা শোকের মাসও। শেখ কামালের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, ‘শেখ কামাল ছিলেন ন্যাচারাল লিডার। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা ছিল তার মধ্যে।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কথা, ‘শেখ কামালের সঙ্গে আমার হৃদ্যতা ছিল। তিনি অসাধারণ মানুষ ছিলেন।’

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামালের উপলব্ধি, ‘আজ শেখ কামাল থাকলে আবাহনী ক্লাবকে আরও সুন্দর এবং উন্নত করতে পারতেন।’

গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগে জানলে আজ আবাহনী কমপ্লেক্সের প্ল্যান পাস করে নিয়ে আসতাম। আমি আগামীকালই রাজউককে বলবো প্ল্যানটা যেন দ্রুত পাস হয়ে যায়। শেখ কামাল ছিলেন নিরহঙ্কার, সাদাসিধে। যুবকরা যেন বাজে আড্ডায় জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের খেলাধুলায় নিয়ে এসেছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছিলেন নতুন ধারা। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

অনুষ্ঠানের সভাপতি ও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান আগামী শীতে আবাহনীর কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দিয়ে বলেছেন, ‘শেখ কামাল সহজাত নেতা ছিলেন, তার ব্যক্তিত্ব ছিল অন্যরকম। আমি গর্বিত যে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ