X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এসএ গেমস নিয়ে বিএসপিএ’র সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৫৫

সেমিনারে বক্তব্য রাখছেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠেয় এসএ গেমস নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সম্মেলন কক্ষে ‘এসএ গেমস: বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন। বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দর উদ্বোধনী বক্তব্য শেষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংগঠনটির সভাপতি মোস্তফা মামুন।

সেমিনারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং মিডিয়া কমিটির সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘আমরা ক্রীড়াঙ্গনের উন্নতি চাই। সরকার, অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশন, মিডিয়া ও খেলোয়াড়দের মেলবন্ধন ঘটলে ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেছেন, ‘কেউ কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। অথচ এমন স্বপ্ন দেখা উচিত যা আমাদের ঘুমাতে দেবে না। ক্রীড়াঙ্গনে একক কারণে সাফল্য আসে না। এটা সামগ্রিক দায়িত্ব।’

বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘খেলাধুলায় সামাজিক সহায়তা সবচেয়ে জরুরি। একজন ফেডারেশন কর্মকর্তা হিসেবে আমিও সোনা ও রুপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি।’

ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান বলেছেন, ‘ধারাবাহিক প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে খেলাধুলায় অর্জিত সাফল্য ধরে রাখা যায় না। বাস্তবতা ও প্রত্যাশার ফারাক এখানেই। তবে বড় স্বপ্নও থাকতে হবে।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘এসএ গেমসে আমরা পদক চাই। দেশের জন্য সম্মান অর্জন করাই আমাদের লক্ষ্য।’

কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা বলেছেন, ‘আমাদের মতো দেশে হতাশা থাকবেই। তারপরও ইতিবাচক ভাবনা থাকা জরুরি। আমি মনে করি, শুটিং ও আর্চারির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। পরিকল্পনা ও প্রচেষ্টা থাকলে অন্য খেলাতেও ভালো করা সম্ভব।’

২০১০ এসএ গেমসে সোনাজয়ী কারাতেকা হাসান খান সান বলেছেন, ‘খেলোয়াড়দের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। খেলোয়াড়দের স্পন্সরশিপের ওপর গুরুত্ব দিতে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ