X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিরিনের দুঃসময়, সুমাইয়ার ‘ডাবল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ২০:৩৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:৩৮

বেশ কিছুদিন ধরেই ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছিলেন শিরিন আক্তার। অনেকদিন পর দুই ইভেন্টেই রাজত্ব হারাতে হয়েছে নৌবাহিনীর এই অ্যাথলেটকে। ১০০ মিটারের পর ২০০ মিটারেও বিকেএসপির সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছেন তিনি! সুমাইয়া দুই ইভেন্টেই সোনার পদক জিতে চমকে দিয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) মেয়েদের ২০০ মিটারে ২৫ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন সুমাইয়া। গতবারের সেরা শিরিন এবারও চোট নিয়ে খেলে ২৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পেয়েছেন। সেনাবাহিনীর শরিফা খাতুন ২৫ দশমিক ৬৯ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন ব্রোঞ্জ।

দুই ইভেন্টে আলো ছড়িয়ে বেশ খুশি সুমাইয়া, ‘প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়েছি। দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে। সামনের দিকেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’

বিকেএসপিতে সুমাইয়া দেওয়ানের কোচ মেহেদী হাসান। শিষ্যের এমন সাফল্যে উচ্ছ্বসিত তিনিও, ‘সুমাইয়া আগেও জুনিয়র প্রতিযোগিতায় ভালো করেছে। এবার পুরো প্রস্তুতি নিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর প্রথম প্রতিযোগিতাতেই বাজিমাত করলো। শিরিনের চেয়ে সুমাইয়া বেশি সম্ভাবনাময়ী।’

১০০ মিটার স্প্রিন্টে জেতার পর পেশিতে ব্যথা অনুভব করায় ২০০ মিটারে দৌড়াননি লন্ডন প্রবাসী ইমরানুল। তবে এ ইভেন্টে ভালোই লড়াই হয়েছে। ২১ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন নৌবাহিনীর রাকিবুল হাসান ও সেনাবাহিনীর আব্দুল মোতালেব। ফটো ফিনিশিংয়ে সেরা হয়েছেন রাকিবুল। ২২ দশমিক ৪৬ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন নাঈম ইসলাম।

শেষ দিনে একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। তিন হাজার মিটারে রিংকী বিশ্বাস ১০ মিনিট ২৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে ২২টি সোনা, ১৫টি রুপা ও ১২টি ব্রোঞ্জ মিলিয়ে ৪৯টি পদক নিয়ে বাংলাদেশ নৌ-বাহিনী দলগতভাবে সেরা হয়েছে। ১১টি সোনা, ১৯টি রুপা এবং ১১টি ব্রোঞ্জসহ মোট ৪২টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাথলেটরা জিতেছেন ৩টি সোনা, ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ ৯টি পদক।

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
রুশ নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল মোইসিভ
কোস্টগার্ডের ‘ভি-স্যাটনেট’ যোগাযোগব্যবস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা