X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঢাকায় বসছে শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৯:২৪

২০১৯ সালে প্রথমবারের মতো ঢাকায় সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম আসরে বাংলাদেশ দল ভালো করতে পারেনি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল স্বাগতিক চার খেলোয়াড়কে। প্রায় তিন বছর বিরতির পর আগামী শনিবার শুরু হচ্ছে সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। এই আসরে ভালো করার প্রত্যয় বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবের। 

ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২’। আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে সার্ক দেশভুক্ত ছয়টি দেশ স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্ন দ্রষ্টা শেখ কামালের নামে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, বিবিএসএফ সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালক আসফারুল ইসলামসহ ঢাকা ক্লাবের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১৪জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশের ৫জন। বাকি চারটি দেশের দু'জন করে মোট আটজন খেলোয়াড় অংশ নেবেন। শুধুমাত্র শ্রীলঙ্কা থেকে অংশ নেবেন একজন খেলোয়াড়। গত আসরে ১২ খেলোয়াড় অংশ নিয়েছিল। প্রথম সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল পাকিস্তানের আশজাদ ইকবাল। টুর্নামেন্টের ফাইনালে তিনি স্বদেশি মোহাম্মদ বিলালকে হারিয়েছিলেন।

সম্মেলনে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল তার বক্তব্যে বলেছেন, ‘এটি আমাদের দ্বিতীয় সার্ক টুর্নামেন্ট। আমরা গর্বিত জাতীর পিতার ছেলের নামে টুর্নামেন্টটি করতে পারছি। এ টুর্নামেন্টের মাধ্যমে খেলাটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই। স্নুকার খেলাটি কিছুটা কঠিন হলেও সামান্য মনোযোগ দিলে এখানে সাফল্য পাওয়া সম্ভব।’

আগের আসের খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। তবে এবারের দলটির ৫ খেলোয়াড়কে নিয়ে আশাবাদী বিবিএসএফ সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, ‘প্রথম বছর আমরা শেখ কামাল মেমোরিয়াল নামে টুর্নামেন্টটি আয়োজন করেছিলাম। ইনশাআল্লাহ এটা ধারাবাহিক ভাবে করবো। সরকার থেকে সব ধরনের সুবিধা আমরা পেয়েছি। আমার বিশ্বাস, এটা ছড়িয়ে দিতে পারবো। বাংলাদেশ গতবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল। এবার আশা করি এর চেয়ে ভালো ফল হবে।’

টুর্নামেন্টের প্রাইজমানি কত হবে, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা। গত আসরে চ্যাম্পিয়ন পেয়েছিল আড়াই হাজার মার্কিন ডলার, দ্বিতীয় স্থানকারী দেড় হাজার এবং তৃতীয় ও চতুর্থ স্থানকারী ৫০০ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগেই তা চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন, টুর্নামেন্ট পরিচালক আসফারুল ইসলাম।

৫ দিন ব্যাপী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে ২৬ নভেম্বর দুপুর ১২ টায় ঢাকা ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ওইদিন সন্ধ্যা সাতটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় আসরের পর্দা নামবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন