X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ফেদেরার-নাদালের আরেকটি ফাইনাল!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ২১:০৮আপডেট : ৩০ জুন ২০১৭, ২১:২৩

ফেদেরার-নাদালের আরেকটি ফাইনাল! ফিরেছেন পুরনো সেই রাফায়েল নাদাল হয়ে। রোলাঁ গাঁরোর লাল দুর্গে শ্রেষ্ঠত্বের পতাকা উঁচিয়ে ধরার আগে অস্ট্রেলিয়ান ওপেনেরও ফাইনালে উঠেছিলেন স্প্যানিশ তারকা। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে যার বিপক্ষে হেরেছিলেন, সেই রজার ফেদেরার আবার খেলেননি ফ্রেঞ্চ ওপেনে। অবশ্য খেলবেন উইম্বলডনে। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে অনেক দিন পর টেনিসের দুই তারকার ফাইনাল দেখার সুযোগ হয়েছিল টেনিস বিশ্বের। সুযোগটা আবার হয়ে যেতে পারে উইম্বলডনে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের ড্র যেভাবে হয়েছে, তাতে ফাইনালেই কেবল দেখা হবে সময়ের সেরা দুই তারকার।

উইম্বলডনের ড্রতে শেষ চারেও অপেক্ষা করছে টানটান উত্তেজনা। অঘটনের শিকার না হলে সেমিফাইনালে মুখোমুখি হবেন নাদাল-অ্যান্ডি মারে। আরেক সেমিতে লড়বেন ফেদেরার-নোভাক জোকোভিচ। নিশ্চিত করেই বলে যায়, উইম্বলডনের কোর্টে সেমিফাইনালের এই লাইনআপই দেখতে চাইবে টেনিস বিশ্ব।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ফেদেরার-নাদাল। প্রত্যাশমতো হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত যে লড়াইটা ফেদেরার জিতে নেন ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের পর উইম্বলডনের প্রস্তুতি হিসেবে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন সুইস তারকা। বিপরীতে প্রিয় রোলাঁ গাঁরোতে ফিরে নাদাল পান ফ্রেঞ্চ ওপেনের দশম শিরোপা। সেই আত্মবিশ্বাস নিয়েই নামতে যাচ্ছেন স্প্যানিশ তারকা উইম্বলডনে। যে মিশনের প্রথম ম্যাচে নাদাল মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জন মিলমানের।

শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্টে নামতে যাওয়া মারের সোমবারের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা বুবলিক। দ্বিতীয় বাছাই জোকোভিচ শুরু করবেন স্লোভাকিয়ার মার্তিন ক্লিজানের বিপক্ষে। আর উইম্বলডনের অষ্টম শিরোপা জয়ের মিশনে চতুর্থ বাছাই হয়ে নামতে যাওয়া ফেদেরারের প্রতিপক্ষ ইউক্রেনের আলেক্সান্দার দোলগোপোলোভ। এএফপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে