X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

না খেলেও সর্বোচ্চ আয়ে শীর্ষে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২২, ১৯:২০আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৯:২০

১৪ মাস ধরে খেলার মাঝে নেই। তার পরেও টেনিসের সর্বোচ্চ আয়ধারী হিসেবে একটি নাম এখন কাগজে-কলমে শীর্ষে। তিনি সাবেক এক নম্বর রজার ফেদেরার।

অবিশ্বাস্য হলেও এই তথ্যের নিশ্চয়তা দিচ্ছে ফোর্বস সাময়িকী। তাও আবার এই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন টানা ১৭টি বছর।

গত বছর উইম্বলডনের পর কোনও ম্যাচে দেখা যায়নি ৪১ বয়সী সুইস কিংবদন্তিকে। হাঁটুর সার্জারির পর থেকে কোর্টের বাইরে রয়েছেন। ফোর্বস সাময়িকী জানিয়েছে, গত ১২ মাসে শুধু ট্যাক্স আর অ্যাজেন্ট ফি বাদ দিয়ে ৯০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি। না খেলেও সম্পূর্ণ এই অর্থ এসেছে মূলত এন্ডোর্সমেন্ট, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও ব্যবসায়িক উদ্যোগ থেকে।

তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয় নিয়ে অবস্থান করছেন জাপানের নাওমি ওসাকা। ৪টি মেজর শিরোপা জেতা এই তারকা গত বছরে আয় করেছেন ৫৬.২ মিলিয়ন মার্কিন ডলার।

২৪ বছর বয়সী ওসাকা সম্প্রতি একটি মিডিয়া কোম্পানি ও স্পোর্টস এজেন্সি চালু করেছেন। তার সঙ্গে ব্যবসায়িক পার্টনার হিসেবে রয়েছেন চারবারের এনবিএ চ্যাম্পিয়ন লেব্রোন জেমস।   

তালিকায় দুইয়ে স্থান করে নিলেও এখন মেয়েদের মধ্যে সর্বোচ্চ আয়ধারী কিন্তু ওসাকাই। ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের চেয়েও বেশি! মার্কিন তারকা অবশ্য আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে টেনিসকে বিদায় বলতে চলেছেন। সেরেনার আয় ছিল ৩৫.১ মিলিয়ন ডলার। যা আবার রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের চেয়েও বেশি। নাদালের আয় ৩১.৪ মিলিয়ন এবং জোকোভিচের ২৭.১ মিলিয়ন ডলার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা