X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তিনটি দায়িত্বই উপভোগ করছেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬

মুশফিকুর রহিম গত কয়েক সিরিজ ধরেই মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ও উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মাধ্যম থেকে খবর চাউড় হয়েছে তার এ দুটি দায়িত্ব নিয়ে মোটেও সন্তুষ্ট নন বোর্ড পরিচালকরা। কেবলমাত্র বিকল্প কাউকে না পাওয়াতে মুশফিকের উপরই ভরসা রেখেছে বিসিবি।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাজে অধিনায়কত্ব ও উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। যদিও প্রশ্নটা বড় আকারে রূপ নিয়েছে ভারতীয় সাংবাদিকদের কাছেই।

তিনটি দায়িত্ব একসঙ্গে পালন করা কতটা কঠিন এমন প্রশ্নের উত্তরে মুশফিক সোজা ব্যাটেই খেললেন। স্টেইট ড্রাইভে উত্তর দিলেন তিনি, ‘আমি তিনটি দায়িত্বই উপভোগ করছি। কারণ আমি মাঠে থাকতে ভালোবাসি। আমার মাঠে সময় কাটানোর উপায় হলো সেখানে দায়িত্ব পালন করা, ড্রেসিং রুমে বসে নয়। আমি আমার সব দায়িত্ব ভালোবাসি। তার পরও কিছু হলে সিদ্ধান্ত নেওয়ার লোক আছে বাইরে। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি বলব তিনটিই দারুণ পছন্দ করি। আর নেতৃত্ব আমার হাতে নেই। বোর্ড চাইলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।’

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান খেতাবটা মেনে নিতে পারেননি মুশফিক। তার সোজসাপ্টা উত্তর, ‘আমার টেস্ট ব্যাটিং গড় তো ৩৩ বা ৩৪- এর বেশি না। আমি কীভাবে দলের সেরা ব্যাটসম্যান হতে পারি। আমি যদি দু্টি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার কর্তব্য হলো তিনটি দায়িত্বই যথাযথ ভালোভাবে পালন করা। আমি যদি তাতে ব্যর্থ হই, সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

তিনটি দায়িত্ব এক সঙ্গে পালন করতে কোনও চাপ নিতে হচ্ছে না। বরং দেশের হয়ে তিনটি দায়িত্ব পালন করতে পেরে গর্বিত মুশফিক। যদিও কখনও অব্যহতি দেওয়া হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান তিনি, ‘চাপ সব সময়ই থাকে। আমি সব সমযই বলছি আমি গর্বিত, কারণ দেশের হয়ে আমি এমন তিনটা দায়িত্ব পালন করতে পারছি। আমি আমার কাজটা করে যেতে চাই। এখন যদি বোর্ড বা ম্যানেজম্যান্ট মনে করে এটা নিলে বা এটা না করলে আমার ভালো হবে সেই সিদ্ধান্ত তাদের। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলব, আমি তিনটা কাজ করতেই পছন্দ করি।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ