X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কম্পিউটার মেলা এ মাসেই

মাহবুবুর রহমান
১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০

 

লোগো উন্মোচন

রাজধানীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন কম্পিউটার মেলা। এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) দোকান মালিক সমিতির আয়োজনে অষ্টমবারের মতো ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার) শুরু হতে যাচ্ছে।

সাইবার সিকিউরিটি, দি অনলি ওয়ে টু ফ্লাই- প্রতিপাদ্য নিয়ে মাল্টিপ্ল্যান সেন্টারে আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর এ মেলা চলবে। রবিবার সিটি সেন্টার দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হয়।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সুব্রত সরকার বলেন, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শন করবেন। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে- প্রযুক্তি পণ্যর ওপর মূল্য ছাড় ও উপহার, থাকছে র‌্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান। রক্তদান কর্মসূচি, এন্ট্রি পাসের সঙ্গে ফ্রি মুভি দেখার ব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং  জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যর প্রদর্শনীসহ নানা আয়োজন।

পাশাপাশি মেলার শেষ দিনে একটি নিরাপত্তা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হবে বলেও জানায় আয়োজক কর্তৃপক্ষ। মেলার প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। তবে স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু