X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চালু হলো পোস্ট ই-কমার্স সার্ভিস

দায়িদ হাসান মিলন
২৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১২

দেশে চালু হয়েছে পোস্ট ই-কমার্স সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্যালয়ের (জিপিও) সম্মেলন কক্ষে পোস্ট ই-কমার্স সার্ভিসের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

পোস্ট ই-কমার্স সার্ভিসের উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, ‘ডাক বিভাগের মাধ্যমে গ্রামাঞ্চলের ১১ কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। আর এ সুবিধাটি নিতে পারবে সব ই-কমার্স প্রতিষ্ঠান। একটা সময়ে ডাক বিভাগের আয়ের প্রধান উৎসই হয়ে উঠবে ই-কমার্স।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম ডাক বিভাগ হবে ই-কমার্সের হাব। কথা দিয়েছিলাম, এ বছরের ডিসেম্বরের মধ্যে পোস্ট ই-কমার্স সার্ভিস চালু করার। আমরা সেটা করতে পেরেছি।’

বর্তমানে একটি পাইলট প্রকল্প হিসেবে সেবাটি চালু হতে যাচ্ছে। ঢাকার ১১টি অফিসে প্রাথমিকভাবে এটা চালু হবে। এরপর ধীরে ধীরে এর কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

প্রতিমন্ত্রী এসময় ডাক বিভাগের অধীন ভিউকার্ড যন্ত্রও উদ্বোধন করেন। ইলেকট্রনিক কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়। এতে ডাকবিভাগের মহাপরিচালক প্রভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, উপদেষ্টা শমী কায়সারসহ আরও অনেকে। 

/এমও/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে