X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় যা খেয়াল রাখতে হবে

দায়িদ হাসান মিলন
০৫ জুন ২০১৭, ১৫:১২আপডেট : ০৫ জুন ২০১৭, ১৫:১২

স্মার্টফোন চার্জিং সব ধরনের ব্যাটারির মেয়াদের নির্দিষ্ট সময়সীমা থাকে। স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তবে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে নির্ধারিত সময়ের আগেই ব্যাটারি এবং এর সঙ্গে থাকা স্মার্টফোন নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যাটারির যত্ন নেওয়ার ব্যাপারে আমাদের কৌশলী হতে হবে।
একদিকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে যন্ত্রাংশটির যত্ন নিলে এটা বেশ টেকসই হওয়ার সম্ভাবনা থাকে এবং স্মার্টফোনও থাকে সুরক্ষিত। অন্যদিকে বাজেভাবে ব্যবহার করলে মেয়াদের আগেই অধিকাংশ ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি স্মার্টফোনও নষ্ট হয়ে যেতে পারে । সেজন্য ব্যবহারকারীদের এ দিকটাতে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন দেখে নিই স্মার্টফোন ব্যাটারি চার্জিংয়ের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে-

নিজস্ব চার্জার ব্যবহার: আপনার স্মার্টফোনের সঙ্গে যে চার্জার সরবরাহ করা হয়, অবশ্যই সে চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করতে হবে। অন্য কোনও চার্জার দিয়ে ফোন চার্জ করা সম্ভব হলেও সেটা স্মার্টফোনের অনেক ক্ষতি করে থাকে। স্বল্প সময়ে না হলেও দীর্ঘ সময়ের প্রেক্ষিতে এটা বোঝা যায়।

কমদামি চার্জার পরিত্যাগ: অখ্যাত কোনও প্রতিষ্ঠানের চার্জার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। স্মার্টফোনের সুরক্ষার জন্য এগুলোতে তেমন কিছু ব্যবহার করা হয় না। ফলে গ্রাহক যেকোনও সময় বিপদে পড়তে পারেন। তাই নিজস্ব চার্জার নষ্ট হয়ে গেলে স্বীকৃত জায়গা থেকে আরেকটি চার্জার কিনে নেওয়াই ভালো।

ফোনের ব্যাক কভার খুলে রাখা: স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় এর ব্যাক কাভার খুলে রাখতে হবে। তা না হলে ফোন অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটা মোবাইল চার্জের সময় স্বাভাবিকভাবেই একটু গরম হয়। আর এই তাপ যেন স্মার্টফোনের কোনও ক্ষতি করতে না পারে সেজন্য ফোনের ব্যাক কভার খুলে রাখা প্রয়োজন।

সারা রাত চার্জে না রাখা: আমরা অনেকে সারা রাত ফোন চার্জে দিয়ে রাখি। তারপর সকাল বেলা চার্জার থেকে মোবাইলের সংযোগ বিছিন্ন করি। প্রকৃতপক্ষে এ ধরনের কাজ করা মোটেও উচিৎ নয়। কেননা, এতে ব্যাটারি এবং স্মার্টফোন দুটোরই অনেক ক্ষতি হয়ে থাকে।

৮০ শতাংশ চার্জ নিশ্চিত করা : প্রতিবার চার্জিংয়ের সময় কমপক্ষে যেন ৮০ শতাংশ চার্জ সম্পন্ন হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে ব্যাটারি এবং স্মার্টফোন দুটোই দীর্ঘস্থায়ী হবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?