X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর পর্দা নামছে শুক্রবার

টেক রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২০:১১আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২০:১১

বাংলাদেশ আইসিটি এক্সপো শেষ হচ্ছে শুক্রবার প্রযুক্তি প্রেমীদের পদচারণায় জমজমাট তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ শুক্রবার অ্যাওয়ার্ড নাইটের মাধ্যমে শেষ হচ্ছে। রাতে সেরা উদ্ভাবকদের পুরস্কৃত করার মাধ্যমে পর্দা নামবে এ আয়োজনের। রাজধানীর বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই প্রদর্শনী। 
ইনোভেশন বা উদ্ভাবন ও বিভিন্ন হার্ডওয়্যার বিষয়ে তরুণদের আগ্রহকে এ মেলার ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন মেলার আহ্বায়ক সুব্রত সরকার। তার আশা, শুক্রবার ছুটির দিন মেলায় দর্শক ও ক্রেতা সমাগম আরও বাড়বে। মেলায় তরুণদের উদ্ভাবন করা বিভিন্ন সেবা প্রদর্শন করা হচ্ছে। নতুন উদ্ভাবক ও স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে তারা যেন বাণিজ্যিকভাবে তাদের পণ্য বাজারজাত করতে পারে সেজন্য সহযোগিতা হিসেবে ‘ইন্ডাস্ট্রি’ ও তাদের মধ্যে সেতুবন্ধন গড়ে দেবে এ প্রদর্শনী।
এক্সপোতে ছাড়ের ছড়াছড়ি:  প্রদর্শনীতে কম্পিউটার ও মোবাইলফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণ ও সেবা মিলছে বিশেষ ছাড়ে। সঙ্গে থাকছে নানা উপহার। আমেরিকান ব্র্যান্ড আইলাইফের বাংলাদেশের পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ মেলার ৩৭ নম্বর স্টলে এই ব্র্যান্ডের সব ল্যাপটপ প্রদর্শন করছে। অত্যন্ত আকর্ষণীয় স্মার্ট ল্যাপটপগুলো ছাত্র-ছাত্রী ও অফিস এক্সিকউটিভদের ব্যবহারের জন্য সুলভ মূলে পাওয়া যাবে। প্রদর্শনীতে বিশাল প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)। এই ব্র্যান্ডের মোবাইফোন কিনলেই পাচ্ছেন নগদ ৬০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়। সঙ্গে থাকছে নিজস্ব ব্র্যান্ডের টি-শার্ট। এছাড়া মেলায় ডিসএল-এর ল্যাপটপও রয়েছে। সেভেন জেনারেশনের আই৩, আই৫, ও আই-৭ নিয়ে মেলায় হাজির হয়েছে ডিসিএল।
সাশ্রয়ী মূল্য ও কনফিগারেশনের সব ফোন নিয়ে হাজির হয়েছে ওয়ালটন। ওয়ালটন মোবাইল ও ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫ শতাংশ ছাড়। আর ১০ হাজার টাকার ওপরে কোনও পণ্য কিনলে সর্বনিম্ন ২০০ টাকা
থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

পান্ডা ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য রয়েছে উপহার। একজন ব্যবহারকারীর জন্য পান্ডা ইন্টারনেট সিকিউরিটির মূল্য ৬০০ টাকা। সনির পরিবেশক র‌্যাংগস ইলেকট্রনিকস সব ক্যামেরায় ১০ শতাংশ  পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া হেডফোন ও ব্লটুথ স্পিকারেও ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

মেলায় আসুস নিয়ে এসেছে নতুন প্রযুক্তির চমক। দেশে এনেছে প্রথম ইন্টেল-এর সর্বশেষ প্রুযুক্তির অষ্টম জেনারেশনের প্রসেসরসহ নোটবুক আসুস ভিভোবুক এস৪১০। নোটবুকটির প্রধান আকর্ষণ এর নজড়কাড়া ন্যানো-এজ ডিসপ্লে। থাকছে ১৬ গিগাবাইট র‌্যাম ও উন্নত গ্রাফিকস কার্ড।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ  উদ্যোগে এবার অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার বর্ণাঢ্য প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’।

বৃহস্পতিবার উইন্ডি হলে ইমপ্লয়েবিলিটি স্কিলস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উইটসার পরিচালক মো. সবুর খান। এছাড়া ট্রেড সিম্পলিফিকেশন অ্যান্ড ই-ট্রেড শীর্ষক আরেকটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

শুক্রবার প্রদর্শীর শেষ দিনে উইন্ডি হলে সেরা উদ্ভাবনগুলোকে বাছাই করে তাদের পুরস্কৃত করা হবে। শেষ দিনেও প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন