X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অ্যালন মাস্কের টুইটারপ্রীতি

দায়িদ হাসান মিলন
২৪ ডিসেম্বর ২০১৭, ১২:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১২:০২

অ্যালন মাস্কের টুইটারপ্রীতি স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী অ্যালন মাস্ক টুইটারের প্রতি ভালোই আসক্ত হয়েছেন। সম্প্রতি টুইটারে ‘আই লাভ টুইটার’ লিখে টুইট করেন জনপ্রিয় এ ব্যবসায়ী ও বিনিয়োগকারী। এরপরই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

এর আগে টুইটারে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করেছিলেন মাস্ক। অবশ্য পরবর্তীতে জানা যায়, দুর্ঘটনাবসত এ কাজটি করেছিলেন তিনি। এবারও সে রকম হয়েছে কিনা তা বলা যাচ্ছে না। মাস্কও এ ব্যাপারে মুখও খুলেন নি।

এবার আই লাভ টুইটার বিষয়ক টুইটের পর তার ভক্তদের মধ্যে সাড়া পরে যায়। এ ছাড়া সাধারণ টুইটার ব্যবহারকারীরাও পোস্টটি নিয়ে আলোচনা শুরু করেন। মাস্কের টুইটের পর তাতে প্রথম রিপ্লাই দেন বিজনেস ইনসাইডারের সাংবাদিক ডেভ স্মিথ। তিনি বলেন, তাহলে আপনার উচিত টুইটার কিনে নেওয়া।

পরবর্তীতে মাস্ক ওই সাংবাদিকের মন্তব্যের জবাব দেন। তিনি লেখেন, এটার দাম কত? টেসলার প্রধান নির্বাহীর এমন মন্তব্যে সবাই কিছুটা নাড়েচড়ে বসে। তার দেওয়া এ জবাবে ১৪ হাজারেরও বেশি মানুষ লাইক দেয়।

মাস্কের অনুসারীরা ভেবেছিলেন টুইটারকে হয়তো নিজের করে নেবেন মাস্ক। কিন্তু বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমন কোনও ইচ্ছা তার আপাতত নেই।

সূত্র: গেজেটস নাউ

আরও পড়ুন:
‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ সেবা প্রদানে কার্যপরিধি সুনির্দিষ্ট হচ্ছে

/এনএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস