X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইনস্টাগ্রাম ছাড়ছেন সাইটটির প্রতিষ্ঠাতারা

দায়িদ হাসান মিলন
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২

ইনস্টাগ্রাম ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম ও মাইক ক্রিয়েগার প্রতিষ্ঠানটি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কেভিন সিসট্রোম। ছেড়ে যাওয়া সম্পর্কে তিনি বলেন, আমাদের কৌতূহল ও সৃষ্টিশীলতাকে আবার নতুনভাবে সামনে আনতে চাই।
এ সম্পর্কে মাইক ক্রিয়েগার এক টুইট বার্তায় জানান, ৮ বছরেরও বেশি সময় আগে কেভিন ও আমি ইনস্টাগ্রাম চালু করি। উদ্দেশ্য ছিল মানুষের সৃষ্টিশীলতাকে বের করে আনা। এবার নতুন অধ্যায় শুরুর সময় হয়েছে। ইনস্টাগ্রাম কমিউনিটির সবাইকে অনেক ধন্যবাদ।
দু’জনের এমন মন্তব্যের পর অনেক প্রযুক্তি বিশ্লেষক ধারণা করছেন, নতুন কোনও সাইট তৈরিতে মনোনিবেশ করেছেন তারা। হয়তো কিছুটা সফলও হয়েছেন। এজন্য সেখানে পুরো সময়টা দিতে ইনস্টাগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ফেসবুকের মালিকানায় থাকা ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা দেওয়ার পর মাইক ও কেভিনকে ‘সৃষ্টিশীল মেধাবী’ হিসেবে আখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
তিনি বলেন, গত ছয় বছর তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। সময়টা খুবই উপভোগ্য ছিল। তারা পরবর্তীতে কী তৈরি করে সেটা দেখার অপেক্ষায় রইলাম।

কেভিন ও মাইকের হাত ধরে ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইনস্টাগ্রাম। ২০১২ সালে ১০০ কোটি ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেসবুক। বর্তমানে এই সাইটের ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন