X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট খাত নিয়ে আরও কাজ করতে আগ্রহী চুং ইল চো

টেক রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৮:৪৯আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:৫৬

চুং ইল চো বাংলাদেশসহ বিশ্বজুড়েই ডিজিটাল পেমেন্ট ও নিরাপত্তা খাতের সফটওয়্যারের চাহিদা বাড়ছে। বাংলাদেশ গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্ট ও সফটওয়্যার খাতে অনেক এগিয়েছে। তবে এক্ষেত্রে সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে। কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান কনা আই-এর প্রধান নির্বাহী ও বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের চেয়ারম্যান চুং ইল চো বাংলাদেশ সফরে এসে এসব কথা বলেন।
মি. চো বলেন, ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার পেমেন্ট সফটওয়্যার খাতের উদ্যোগ হিসেবে কনার যাত্রা শুরু। এখন বিশ্বের ৯০টি দেশে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালে বাংলাদেশে যাত্রা শুরু হয় কনার। বর্তমানে পেমেন্ট ও পেমেন্ট সংশ্লিষ্ট নিরাপত্তা সফটওয়্যার তৈরিতে দেশ ও বিদেশে নানা প্রকল্পে কাজ চলছে কনার।
বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ উল্লেখ করে সফটওয়্যার খাতের এ বিশেষজ্ঞ বলেন, দেশ ও বিদেশে নানা চ্যালেঞ্জিং প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইনের মতো নানা প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে। ভবিষ্যতে ইন্টিগ্রেটেড সার্ভিস সলিউশন নিয়ে হাজির হবে কনা।
বাংলাদেশে কাজের ক্ষেত্র সম্পর্কে মি. চো বলেন, বাংলাদেশের ৩০টির বেশি ব্যাংকে চিপ কার্ড সরবরাহ করছে কনা। এর বাইরে ইএমভি, এইচসিই, এনএফসি ও কিউআর কোড প্রযুক্তির ডিজিটাল পেমেন্ট এবং ওয়ালেট সেবা নিয়ে কাজ করছে। বর্তমানে একটি ইন্টিগ্রেটেড সেবা নিয়ে কাজ চলছে। যেখানে একটি অ্যাপের মধ্যেই পেমেন্ট, লাইফস্টাইলসহ নানা সেবা পাওয়া যাবে।
বাংলাদেশের সফটওয়্যার বাজারকে গুরুত্ব দিয়ে আরও গবেষণা ও মানবসম্পদ তৈরির লক্ষ্যের কথা জানান মি. চো। দেশের স্টার্টআপগুলোকে তুলে আনতে এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন প্রকল্পে সহযোগিতার কথা বলেছেন কনা সফটওয়্যারের চেয়ারম্যান।

ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে নতুন পণ্য ও সেবা তৈরির লক্ষ্যের কথা জানান মি. চো। এজন্য অবশ্য তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রসারের কথা বলেন এ সফটওয়্যার উদ্যোক্তা।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই