X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ডিজিটাল মার্কেটিংয়ে ‘টার্গেট মার্কেটিং’ খুবই গুরুত্বপূর্ণ

রুশো রহমান
১৫ মার্চ ২০১৯, ১৯:৪৮আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৯:৪৮

প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের এমপিএম ক্লাবের উদ‍্যোগে শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হলো দিনব‍্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স। সকালে ব‍্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘ডিজিটাল মার্কেটিং কনক্লেভ’ শীর্ষক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ব‍্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। তিনি আধুনিক ব‍্যবসায়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বর্তমান তরুণ প্রজন্মকে বৈশ্বিক চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি জানান, ডিজিটাল মার্কেটিংয়ে ‘টার্গেট মার্কেটিং’ খুবই গুরুত্বপূর্ণ। প্রচলিত মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিংয়ে গ্রাহক টার্গেট করা সহজ। আর প্রযুক্তিগত উন্নয়নের ফলে প্রতিটি গ্রাহকের প্রয়োজনমত পণ বা সেবা সহজে তৈরি এবং পৌঁছে দেওয়া যায়।

বিশেষ অতিথির বক্ত‍ব‍্যে শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়ন একসময় ৯০ শতাংশ বিদেশি সহায়তা নির্ভর ছিল, সেটা এখন ২ শতাংশে নেমে এসেছে। শুধু আমাদের দক্ষ মানবসম্পদের অভাবে প্রতিবছর ২.৯ বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে চলে যায়। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন‍্য গর্ব করি, এই শিল্পের মার্কেটিং বিভাগে বেশিরভাগই ভারতীয়, শ্রীলংকান ও কোরিয়ান। আধুনিক মার্কেটিং দক্ষতা বাড়িয়ে নিজেদের চাহিদা নিজেদেরই পূরণ করতে হবে।

সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ

অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব এবং ঢাকা বিশ্ববিদ‍্যালয় কিভাবে যুগের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের আধুনিক ‘কারিকুলামে’ পড়ানো হচ্ছে সেসব বিষয়ে আলোচনা করেন মার্কেটিং বিভাগের চেয়‍্যারম‍্যান অধ‍্যাপক ড. মিজানুর রহমান এবং এমপিএম প্রোগ্রামের পরিচালক অধ‍্যাপক ড. হরিপদ ভট্টাচার্য।

অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আলোচনা করেন নগদ’র প্রধান নির্বাহী তানভির এ মিশুক, রুপায়নের প্রধান নির্বাহী কে এম আলী, বাংলাদেশ মার্কেটিং সোসাইটির প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, এস্কিমি দক্ষিণ এশিয়ার ব‍্যবস্থাপনা পরিচালক লুতফি চৌধুরী, বাংলালিংকের ডিজিটাল মার্কেটিং প্রধান মুকিত আহমেদ, উইআরএক্স-এর পরিচালক দ্রাবিড় আলম, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ম‍্যানেজার জাবেদ সুলতান পিয়াস, মাইন্ড শেয়ারের সহযোগী পরিচালক সিনথিয়া বিনতে ওয়ালী প্রমুখ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে নিজেদের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা তুলে ধরেন শাখাওয়াত হোসেন মুন্না, আল-আমিন কবির, রাজিব আহমেদ ও শামস জাহান ফারহাত।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে