X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় রাতে শুধু ভয়েস কল

হিটলার এ. হালিম
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩





রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দিনের বেলা মোবাইল সংযোগ পুরোদমে চালু থাকলেও রাতে শুধু টু-জি নেটওয়ার্ক চালু থাকবে। এর মাধ্যমে শুধু কথা বলা (ভয়েস কল) যাবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা থ্রি-জি, ফোর-জি চালু থাকবে না।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় (উখিয়া ও টেকনাফ থানা) এখন থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত টু-জি নেটওয়ার্ক চালু থাকবে। এতে করে ওই এলাকার মানুষ শুধু ভয়েস কল করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সিম সংযোগ বন্ধ করে দেওয়া হবে।’ এছাড়া এর সঙ্গে করা জড়িতদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, অবৈধ সিমের কথা বলা হচ্ছে। বর্তমান আইন অনুসারে একজন সর্বোচ্চ ১৫টি সিম নিতে পারেন। ওই এলাকায় সিম নেওয়া হয়েছে মানে কারও না কারও ফিংগার প্রিন্টও আছে। ফলে কারা সিম নিয়েছে, কারও মাধ্যমে রোহিঙ্গাদের হাতে সিম গেছে কিনা, তা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোহিঙ্গা এলাকায় মোবাইল নেটওয়ার্কের বিষয়ে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তিনি জানান, নতুন নিয়ম থাকলেও বর্ডার এলাকার মোবাইল টাওয়ারে টিএ (টাইমিং অ্যাডভান্স) ভ্যালু বজার রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি থেকে নতুন এ নির্দেশনা এরই মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে রবিবার (১ সেপ্টেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে পরে এ অবস্থান থেকে সরে এসে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!